#কলকাতা: দলের প্রতি কোনও ক্ষোভ থেকে তাঁর ফেসবুক পোস্ট নয়। হাজারো মানুষের হাজারো সমস্যা তাঁকে ব্যাকুল করে তুলেছে। নিজের সীমিত ক্ষমতার মধ্যে থেকে সেই সমস্ত মানুষের জন্য তিনি কিছু করতে পারছেন না। সেই দুঃখের কথাই তিনি তুলে ধরেছেন জনসমক্ষে।
নিউজ এইট্টিন বাংলার মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি। ভোটের আগে শাসক দলের বেশ কয়েকজন নেতা-মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় রীতিমতো 'বেসুরো' হয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন দলের প্রতি। কেউ কেউ দল ছেড়ে বিরোধী শিবিরেও নাম লিখিয়েছিলেন। পরবর্তীকালে অবশ্য তাঁদের মধ্যে অনেকেই ভোটের ফলাফলের পর দলে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। যদিও বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জনবাবুর এই সময়ের একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও যে পোস্ট ঘিরে বিতর্ক দানা বেঁধেছে তার ব্যাখ্যা দিলেন বলাগড়ের বিধায়ক।
তাঁর স্পষ্ট কথা, 'আমার এই পোস্টের সঙ্গে দলের বিরুদ্ধাচরণের কোনও সম্পর্ক নেই। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট মানবিক। এই পোস্টের সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেলা ঠিক নয়। আমার সীমিত ক্ষমতার মধ্যে থেকে আমি অসহায় মানুষের জন্য কিছু করতে পারছি না। দুঃখ কষ্ট দূর করতে পারছি না। সে কারণেই আমি ব্যাকুল হয়ে উঠেছি এবং নিজের মত জনসমক্ষে এনেছি। আমার ইচ্ছে থাকলেও ওই সমস্ত অসহায় মানুষগুলোর জন্য কিছু করতে পারছি না। আমার বিশ্বাস জনদরদী মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সমস্যা সমাধানের পথ বের করবেন।'
শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তৃণমূল বিধায়়়ক মনোরঞ্জনবাবু লিখেছেন , 'আমি হাঁপিয়ে যাচ্ছি। সত্যিই আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে রাজনীতিতে এসে আমি বোধহয় ঠিক করিনি। যখন দূরে ছিলাম, যখন তেমন ভাবে কিছু জানতাম না, খানিক সুখে ছিলাম। এখন সব দেখে জেনে - সরাসরি যুক্ত হয়ে আর কোনো রাতেই ভালো মতো ঘুমাতে পারছি না।কী এক কষ্টে মাঝরাতে উঠে পায়চারী করতে বাধ্য হই। এত অভাবী, দু্ঃখী মানুষ, এতো তাদের সমস্যা। তাদের সকল আশা ভরসার কেন্দ্রে এখন এসে দাঁড়িয়ে পড়েছি আমি। আমাকে ঘিরে তাঁদের অনেক আশা প্রত্যাশা। যেন আমার কাছে কোনও জাদুকাঠি আছে যা দিয়ে তাঁদের সব সমস্যার সমাধান করে ফেলতে পারি। ওঁরা আমাকে ঈশ্বর ভাবছে কিন্তু আমি যে সেই খড় মাটি রঙের একটা মূর্তি ছাড়া আর কিছুই নই।'
শাসক দলের বিধায়কের এই পোস্টকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।যদিও তিনি নিজেই এই প্রতিবেদককে জানিয়েছেন, দলের বিরুদ্ধে ক্ষোভ থেকে নয়, দলে থেকেও তিনি 'বেসুরো' নন, মানুষের যন্ত্রণা দেখে নিজের অনুভূতির কথাই তিনি তুলে ধরেছেন মাত্র। তবে বিতর্ক শুরু হওয়ায় বিরক্ত মনোরঞ্জন বাবু জানিয়ে দিয়েছেন, আপাতত কিছুদিন ফেসবুকের সঙ্গে সম্পর্ক রাখছেন না তিনি৷
VENKATESWAR LAHIRI
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।