#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্বে আনা হচ্ছে আইপিএস অফিসার মনোজ ভার্মাকে৷ বর্তমানে ব্যারাকপুরের কমিশনার পদে রয়েছেন তিনি৷ এ দিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর৷
গত শনিবার রাতেই নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ঢুকে পড়েছিল হাসনাবাদের বাসিন্দা এক যুবক৷ এই ঘটনার পরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ সূত্রের খবর, ব্যারাকপুরের নতুন সিপি করা হচ্ছে অজয় নন্দাকে৷
আরও পড়ুন: বিদ্রোহী থেকে মুখ্যমন্ত্রী! ড্রাম বাজিয়ে স্বামীকে স্বাগত একনাথ শিন্ডের স্ত্রী লতার!
মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ওই যুবক ঢুকে পড়ার পর সারা রাত টের পাননি কর্তব্যরত নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মীরা৷ পরের দিন সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ এই ঘটনা মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দেয়৷
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদপ্রার্থীর কলকাতা সফরে মমতা- দ্রৌপদী সাক্ষাতের সম্ভাবনা, তুঙ্গে কৌতূহল
ইতিমধ্যেই পুলিসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির উপরে নজরদারি চালাতে দু'টি ওয়াচ টাওয়ার তৈরি করা হবে৷ শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিকে তৈরি হবে অ্যালুমিনিয়ামের সিটের ঘেরাটোপ৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রীর বাড়িতে কর্তব্যরত পুলিশকর্মীদের সংখ্যাও বাড়ানো হবে৷
মঙ্গলবার রাতেই ডিজি মনোজ মালব্যকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল৷ মুখ্যমন্ত্রীর বাড়ির পাশাপাশি নবান্নের নিরাপত্তা ব্যবস্থাও আরও পোক্ত করা হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee