#সৌরভ তিওয়ারি, কলকাতা: মানিক ভট্টাচার্যের ৩০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত৷ আগামী ৭ জানুয়ারি ২০২৩ পযর্ন্ত জেল হেফাজতেই থাকবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি৷
প্রাথমিক টেট-এ নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ইডি। বুধবার ব্যাঙ্কশালের বিশেষ আদালতে এই চার্জশিট পেশ করা হয়। চার্জশিটে নাম আছে মানিক ভট্টাচার্য ও তাঁর স্ত্রী এবং ছেলের। এছাড়াও, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুটি সংস্থা এবং মানিক ভট্টাচার্যের ছেলের দু'টি কনসালট্যান্সি ফার্মের নাম উল্লেখ রয়েছে। কাদের তরফ থেকে টাকা দেওয়া হতো, কে টাকা নিত, কারা লাভবান হত, সেই সমস্ত তথ্য যেমন উল্লেখ আছে, তেমনই টাকার পরিমাণ, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের খুঁটিনাটি সব রয়েছে চার্জশিটে।
আরও পড়ুন: চাকরি পেয়েও যোগ দেননি একশো জন অযোগ্য প্রার্থী! কমিশনের হাতে নয়া তথ্য
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Manik Bhattacharya