#কলকাতা : বলা নেই কওয়া নেই, দুম করে মেট্রো প্লাটফর্ম থেকে নেমে সোজা মেট্রো লাইনের উপর দিয়ে হাঁটতে শুরু করলেন! যা দেখে যাত্রীরা চিৎকার করতে শুরু করেন | চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ |
পুলিশ সূত্রের খবর, ওই যুবকের নাম সান ঘোষ | বছর ৪২-র ওই যুবক খড়দহের বাসিন্দা | বেলা সাড়ে বারোটা নাগাদ দমদম ডাউন মেট্রো লাইন ট্র্যাকে আচমকাই স্টেশন থেকে নেমে হাঁটতে শুরু করেন | সঙ্গে সঙ্গে স্টেশনে দাঁড়ানো অন্য যাত্রীরা চিৎকার শুরু করেন | কারণ ওই মেট্রো লাইনে প্রায় ২৫ হাজার ভোল্ট কারেন্ট রয়েছে | স্পর্শ হলেই বড়োসড়ো দুর্ঘটনা ঘটে পারতো | মেট্রো রেল পুলিশ দ্রুত বাঁশি বাজাতে শুরু করে | সান সঙ্গে সঙ্গে থেমে গিয়ে পিছনে ফিরে দেখতে শুরু করেন | পলক ফেলার মাঝেই মেট্রো রেল পুলিশ মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওই কারেন্ট বন্ধ করে দেয় | সানকে কোনো মতে সেখান থেকে উদ্ধার করে দমদম মেট্রো রেলের স্টেশন মাস্টারের ঘরে আনা হয় | নাম ঠিকানা জিজ্ঞাসা করা হয় | এরপর যোগাযোগ করা হয় সিঁথি থানায় | খবর দেওয়া হয় সানের বাড়িতে |
পুলিশ সূত্রের খবর, সানের বাবার দাবি ছেলে একটু মানসিকভাবে অসুস্থ, তাই এমন করেছে | কিন্তু পুলিশের প্রশ্ন, যার মানসিক অবসাদ বা মাথার সমস্যা তিনি কি করে স্মার্ট কার্ড পাঞ্চ করে স্টেশনে ঢুকলেন? সানের বাবার দাবি পুলিশের কাছে, " সান একটি কোম্পানিতে কাজ করতেন | সেখানে কিছু সমস্যা হয় | সানের এরপর থেকেই মানসিক অসুস্থতা দেখা দেয় | তিনি এই মুহূর্তে মানসিক অবসাদে ভুগছেন | বাড়ি থেকে সকালে বেরিয়ে যে এমন কাণ্ড ঘটাবে তা জানতাম না | দমদম মেট্রো স্টেশন পুলিশের ফোন পেয়ে ছুটে আসি |"
অন্যদিকে সান পুলিশের কাছে বলেন, " তাকে সবাই বলে মাথার সমস্যা , তাই আর কিছুই ভালো লাগে না | তাই মেট্রো লাইনে নেমে হাঁটতে শুরু করি | "
তবে ঘটনায় হতবাক যাত্রীরা | যাত্রীদের দাবি, আমরা তো ভয় পেয়ে গেছিলাম | যেভাবে আচমকা মেট্রো লাইনে নেমে হাঁটতে শুরু করে ওই যুবক আমরা তো ভাবছিলাম উনি কোনো বড়ো দুর্ঘটনা ঘটিয়ে না ফেলেন | সঙ্গে সঙ্গে মেট্রো রেল পুলিশ ওআরপিএফ পুলিশ আধিকারিকরাআসায় ওই যুবকের প্রাণ রক্ষা পায় | নাহলে অফিস ব্যস্ত সময়ে এমন ঘটনা দেখে অনেকেই শিহরিত | ওই যুবকের কোনো ক্ষতি হয়নি এটাই অনেক | কোনো কোনো যাত্রী বলছেন , " মেট্রো রেল পুলিশ বাঁশি বাজিয়ে সুপার হিরোর মতো ওই যুবকের প্রাণ রক্ষা করেছে | নাহলে আজ অন্য যা কিছু ঘটে পারতো | "
নিমেষের মধ্যে ওই যুবককে মেট্রো লাইনের ট্র্যাক থেকে উদ্ধার করার ফলে বিপত্তি কিছুটা এড়ানো গিয়াছে বলে দাবি যাত্রীদের | তবে সকলের একটাই প্রশ্ন , মেট্রো লাইনে বারবার এর আগে আত্মহত্যা ঘটনা বা আত্মহত্যার চেষ্টা ঘটনা ঘটেছে | তার ফলে অফিস টাইমে ব্যস্ত সময়ে অনেক সমস্যাতে পড়তে হয় যাত্রীদের | তবে আজকের ঘটনাতে মেট্রো রেল পুলিশের তৎপরতায় খুশি সানের পরিবার থেকে মেট্রো যাত্রীরা সকলেই |
Arpita Hazra and Susovon Bhattacharya