• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • যুবতীকে অশ্লীল ছবি ও কুপ্রস্তাব পাঠিয়ে গ্রেফতার কলকাতার যুবক

যুবতীকে অশ্লীল ছবি ও কুপ্রস্তাব পাঠিয়ে গ্রেফতার কলকাতার যুবক

Photo: Representational Image

Photo: Representational Image

পরিচয়টা ফেসবুকের মাধ্যমে হয় । সেখান থেকে কথাবার্তায এগোয় চ্যাটিংয়ে ৷ তারপর ফোন নম্বর দেওয়া-নেওয়া। ‘ভালো বন্ধু’ হিসেবেই সম্পর্ক গড়ে ওঠে বেহালার বাসিন্দা রূপক দাস ও কোলাঘাটের যুবতীর।

 • Share this:

  #কলকাতা: পরিচয়টা ফেসবুকের মাধ্যমে হয় । সেখান থেকে কথাবার্তা এগোয় চ্যাটিংয়ে ৷ তারপর ফোন নম্বর দেওয়া-নেওয়া। ‘ভালো বন্ধু’ হিসেবেই সম্পর্ক গড়ে ওঠে বেহালার বাসিন্দা রূপক দাস ও কোলাঘাটের যুবতীর। রূপক বেহালা কলেজের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্র । কিছুদিন যেতে না যেতেই সেই সম্পর্ককে প্রেমের রূপ দিতে চান রূপক। কিন্তু এই সম্পর্কে সায় ছিল না ওই যুবতীর । প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ক্ষিপ্ত হয়ে যান রূপক ৷ যুবতীকে বারবার বিয়ের প্রস্তাব দিতে থাকেন। তাতেও ওই যুবতীর সম্মতি না পাওয়ায় অশ্লীল মেসেজ ও অশ্লীল ছবি ফেসবুক মেসেঞ্জারে পাঠাতে থাকেন রূপক। বাধ্য হয়ে ফোনের সিম কার্ড বদলে ফেলেন ওই যুবতী। বৃহস্পতিবার রাতে পুরো ঘটনা পরিবারের লোকজনকে জানান তিনি ৷ এরপরেই শুক্রবার কোলাঘাট বিট হাউস থানায় অভিযোগ দায়ের করে যুবতীর পরিবার ৷

  এ দিকে ফোনে কোনওরকম যোগাযোগ করতে না পেরে শনিবার সকালে কলকাতা থেকে কোলাঘাটে সশরীরে এসে হাজির হন রূপক ৷ যুবতীর বাড়িতে এসে সরাসরি চড়াও হলে আতঙ্কিত হয়ে পড়ে নির্যাতিতার পরিবার। খবর যায় স্থানীয় থানায় ৷ এরপর পুলিশ এসে যুবতীর বাড়ি থেকেই অভিযুক্ত রূপক দাসকে গ্রেপ্তার করে । আজ তমলুক আদালতে তোলা হবে রূপককে।

  First published: