#কলকাতা: পুরভোটের প্রস্তুতি নিতে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মেগা সভা ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পুরভোটের লক্ষ্যে এবার ওই বৈঠকে ডাকা হয়েছে কলকাতা পুরসভার কাউন্সিলর, অন্যান্য পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ দের । নেতাজী ইন্ডোরে ওই সভা শুরুর আগে বেলা ১ টায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিধায়কদের নিয়ে রূদ্ধদ্বার বৈঠকে বসবেন দলের শীর্ষ নেতৃত্ব।
পুরভোট কে কেন্দ্র করে এই বিশাল আকারের সভার আয়োজনই বুঝিয়ে দিচ্ছে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে পুরভোট কে পাখির চোখই করছে রাজ্যের শাসক দল। প্রস্তুতি যদি ও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল দল ও প্রশাসনের তরফে। দলের তরফে তৃনমূলভবনে কলকাতা পুরসভার কাউন্সিলর দের নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম ও সুব্রত বক্সী । এরপরই গত বৃহস্পতিবার রাজ্য নগরোন্নয়ন দফতর পুরচেয়ারম্যান দের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক ডাকে। এবার রাজনৈতিক সমাবেশ ডাকা হল রাজ্যের শাসক দলের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে কি দিশা দেন সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। পুরভোটের লক্ষ্যে উন্নয়নকেই হাতিয়ার করেছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই মার্চ মাসের মধ্যে সমস্ত প্রকল্প শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে দল ও প্রশাসনের পক্ষে। এবার রাজনৈতিক ভাবে পুরভোটের বিউগল বাজাবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ।
SOURAV GUHA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Mamata Banerjee, TMC