হোম /খবর /কলকাতা /
বিশ্বভারতী নিয়ে সংসদে সরব হতে নির্দেশ মমতার, ছাত্র, শিক্ষকদের সঙ্গে বৈঠক

Mamata Banerjee About Vishwa Bharati: বিশ্বভারতী নিয়ে সংসদে সাংসদদের সরব হতে নির্দেশ মমতার, ছাত্র, শিক্ষকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

মমতা বৈঠকের পর

মমতা বৈঠকের পর

Mamata Banerjee About Vishwa Bharati: পরবর্তীতে পড়ুয়ারা জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত৷

  • Share this:

কলকাতা: বিশ্বভারতী নিয়ে আরও কড়া কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী যেখানে রয়েছেন, সেই রাঙাবিতানে বিশ্বভারতীর পড়ুয়া ও শিক্ষকদের একাংশের সঙ্গে বৈঠক করেন তিনি৷ সেই বৈঠক শেষেই মমতা রাগত স্পষ্ট করে দিলেন, ‘নানারকম ভাবে অত্যাচার চলছে, এ নিয়ে কখনও দেখি না কোনও আলোচনা করতে৷’

সম্প্রতি একের পর এক বিতর্কে জড়ায় বিশ্বভারতী৷ শেষত অমর্ত্য সেনের জমি বিতর্ক নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য ও জাতীয় রাজনীতিতে৷ এর পর মমতা বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি গিয়ে জমির কাগজপত্র তুলে দেন অর্থনীতিবিদের হাতে৷ তার পর ফের কটাক্ষ করেন বিশ্বভারতীর উপাচার্য৷ মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, যে কাগজ মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন, তা বেআইনি৷ এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের একাংশের পড়ুয়া ও শিক্ষদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন: ৪২ আসনে বিধানসভা ভোটে ত্রিপুরায় লড়াই করতে চলেছে তিপ্রামোথা

আরও পড়ুন: এবারের ভোটে ত্রিপুরার 'কিং'-ই হয়ে উঠতে পারেন অন্যতম 'কিং মেকার'। ব্যাপারটা কী?

মুখ্যমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের বললেন, ‘‘আমি আগে শুনেছি অনেক, কিন্তু এখন যেটা দেখলাম, সেটা মোটেই কাম্য নয়৷ ছাত্র-ছাত্রী, আশ্রমিক, সকলের সঙ্গে যোগাযোগ থাকবে৷ কী করবেন পড়ুয়ারা, ভবিষ্যতের পথ দেখাবেন তাঁরা৷ তাঁদের যেভাবে বঞ্চিত করা হয়েছে, যে ভাবে অধ্যাপকদের সরিয়ে দেওয়া হয়েছে৷ নানা রকম ভাবে অত্যাচার চলছে, কই সেটা নিয়ে দেখি কোথাও আলোচনা করতে৷’’

 

মমতা এদিন স্পষ্ট করে দেন, বলেন, ‘আমি কোনও হস্তক্ষেপ করতে চাই না৷ আমি ছাত্রছাত্রীদের পাশে সবসময় আছি৷’ সূত্রের খবর, বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সিনহা, শতাব্দী রায়ের মতো তৃণমূলের বিধায়ক-সাসংদরাও৷ আর সেখানেই সাংসদদের সংসদে বিশ্বভারতীর ইস্যু নিয়ে সরব হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷

পরবর্তীতে পড়ুয়ারা জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত৷ পড়ুয়ারা বৈঠকে মূলত ছাত্রছাত্রীদের হুট-হাট সাসপেন্ড করার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন৷ এমনকী মাঝে মধ্যে অধ্যাপকদেরও সাসপেন্ড করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানানো হয়৷ সেই বিষয়ে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানান পড়ুয়ারা৷

Published by:Uddalak B
First published:

Tags: Mamata Banerjee