বৈঠকে কেন চুপ ছিলেন উর্জিত পটেল ? জানালেন মমতা

নোটবাতিলের ধাক্কায় জেরবার গোটা দেশের মানুষ। নবান্নে আরবিআই-এর গভর্নরকে সেকথাই বোঝালেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: নোটবাতিলের ধাক্কায় জেরবার গোটা দেশের মানুষ। নবান্নে আরবিআই-এর গভর্নরকে সেকথাই বোঝালেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিন মাস আগে স্থির হলেও, বৈঠকে আলোচনার একমাত্র বিষয় ছিল নোটবাতিল। মুখ্যমন্ত্রীর দাবি, নোটদুর্ভোগে নীরব প্রধানমন্ত্রী, সংসদ। তাই নিজেই তুলে ধরেছেন দেশের মানুষের মনের কথা। রাজ্যে একশো ও পাঁচশো টাকার জোগান বাড়ানোর আর্জি জানান তিনি।নোটবাতিলের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়, অথচ সংসদে নীরব প্রধানমন্ত্রী। শাসক-বিরোধী টানাপোড়েনে ব্যাহত সংসদের অধিবেশনও। তাহলে উত্তর দেবে কে? উর্জিত পটেলের সঙ্গে বৈঠকে দেশের সাধারণ মানুষের হয়ে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী।স্বশাসিত সংস্থা হয়েও আরবিআই প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের কেন প্রতিবাদ করেনি? বৈঠকে উর্জিতকে সেই প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যের মানুষের সমস্যার কথা বিস্তারিত জানিয়ে উর্জিতকে একটি চিঠি দেন মুখ্যমন্ত্রী।রিজার্ভ ব্যাঙ্ক একটি স্বশাসিত সংস্থা। তার ঐতিহ্যময় ইতিহাস রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক গোটা দেশের জন্য নোট ছাপায়। আমরা আশা রাখি, আপনারা নোটবাতিলের বিরুদ্ধে গর্জে উঠবেন। এই মুহূর্তে গোটা দেশের সাধারণ মানুষ সঙ্কটে পড়েছে। দেশের সব রাজ্যেই নতুন নোটের বণ্টন একরকম হওয়া উচিত। কিন্তু, আপনাকে জানাই যে তা মোটেই হচ্ছে না। রাজনৈতিক ভেদাভেদের জন্যই কিছু রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে। নোটবাতিলের জেরে এই রাজ্যের নির্দিষ্ট কতগুলি সমস্যা নিয়ে আরবিআই-কে স্মারকলিপি দিচ্ছি।

    নোটবাতিলের পরপরই দিল্লি-সহ একাধিক জায়গায় প্রতিবাদ সভা করেন মমতা। এবার খোদ আরবিআই গভর্নরের সঙ্গে বৈঠকেই নোটভোগান্তির কথা তুলে আনলেন মুখ্যমন্ত্রী।

    First published:

    Tags: Bengali News, Demonetisation, ETV News Bangla, Mamata Banerjee, RBI Governor, Urjit In Kolkata, Urjit Patel