#কলকাতা: ব্রিগেড থেকে মোদি সরকারকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটাই ইউনাইটেড ইন্ডিয়ার ছবি ৷ ২৩-২৪টি দল সমাবেশে অংশ নিয়েছে ৷ মোদি সরকারের মেয়াদ শেষ। আগামী দিনে নতুন সকাল হবে ৷ বিজেপিকে নিশানা তৃণমূলনেত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে।
আরও পড়ুন: মমতার ব্রিগেডের মতো সভার ঘোষণা চন্দ্রবাবু-কেজিওয়ালেরও
‘ দেশকে লুঠ করছে মোদি সরকার। উনি যেন একা সৎ, বাকিরা অসৎ’, নাম না করে নরেন্দ্র মোদিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিহাস, ভূগোল থেকে সংবিধান। সব কিছু বদলে দিচ্ছে বিজেপি। এবার এই মোদি সরকারকেও বদলাতে হবে। দেশে পরিবর্তন আসবেই, কেউ আটকাতে পারবে না। এদিন ব্রিগেড থেকে তৃণমূলনেত্রীর বার্তা, অনেক হয়েছে আচ্ছে দিন, এবার বিজেপিকে বাদ দিন ৷
আরও পড়ুন: দেশের মুড মোদি নয়, অমিত শাহ নয়: চন্দ্রবাবু নায়ডু
তিনি আরও বলেন,‘দেশে বিদ্বেষের রাজনীতি চলছে ৷ আমাদের জোটে সবাই নেতা ৷ যে যেখানে শক্তিশালী, সেখানে লড়ুক ৷ প্রধানমন্ত্রী কে হবে, সেটা পরে ঠিক হবে ৷ আমরা আলোচনা করে পরে ঠিক করব ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।