#ভুবনেশ্বর: রাজনৈতিক কর্মসূচি না থাকলেও, মমতার ওড়িশা সফরে রাজনীতির ছোঁয়া লেগেছে। মুখ্যমন্ত্রীর ওড়িশা সফর নিয়ে বেশ কেয়কদিন ধরেই চলছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি, ব্যক্তিগত সফরে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছেন দলনেত্রী। কিন্তু সেই পুজো নিয়েও আপত্তি উঠেছে বলে অভিযোগ।
পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দিতে চান। আর তাতেই গতকাল আপত্তি জানায় সেবাইতদের একাংশের। মমতা তাঁর বক্তব্যে হিন্দু ভাবাবেগে আঘাত দিয়েছেন বলে তাঁদের দাবি। এনিয়ে কয়েকজন সেবাইত আজ মন্দির চত্বরে বিক্ষোভও দেখান। পরে পুলিশ গিয়ে তাঁদের আটক করে। পুজো দেওয়া নিয়ে রাজনীতির পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের।
তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আসতেই পারেন। বুধবার বিকেলে জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে ৷ মন্দিরের বাইরে ‘গো হত্যা বন্ধ কর, মমতা গো ব্যাক’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় হিন্দু যুব বাহিনী ৷ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে ৷ মন্দির থেকে বেরনোর সময়ও বিক্ষোভ দেখায় হিন্দু যুব বাহিনী ৷
পুরী মন্দির বিতর্কে এদিন মমতা জানান, ‘আমি সংবিধান মেনে চলি ৷ আমি ধর্মনিরপেক্ষতার পক্ষে ৷ যার যা খেতে ইচ্ছে করবে খাবে ৷ আমিও তো হিন্দু ৷ তবে হিন্দুত্বকে কলঙ্কিত করি না, ভালবাসি ৷ ’