#কলকাতা: নোট বাতিলের জেরে দেশবাসীর দুর্ভোগে প্রবল ক্রুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় RBI গর্ভনর উর্জিত পটেল ৷ ভারতীয় রির্জাভ ব্যাঙ্কের শীর্ষ কর্তাকে কড়া ভাষায় চিঠি লিখে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আরবিআই গর্ভনরকে লেখা ২ পৃষ্ঠার চিঠির সঙ্গে নোট বাতিলে রাজ্যের ক্ষতি সংক্রান্ত বিস্তারিত তথ্য সহ একটি পরিসংখ্যানও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ দফতর ধরে ধরে ক্ষতির হিসেব তুলে দেওয়া হয়েছে পরিসংখ্যানে ৷ নোট বাতিলে সবথেকে ক্ষতির মুখে কৃষি ৷ রাজ্যে অপর্যাপ্ত ব্যাঙ্কিং পরিষেবার জেরে নোট বাতিলে সমস্যায় পড়েছেন গ্রামের মানুষ ৷
নোট বাতিলের ধাক্কায় টলমল রাজ্যের অর্থনীতি। নবান্নে আরবিআই-এর গভর্নরকে সেকথাই বোঝালেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, আয় কমেছে রাজ্যের। রাজ্যে একশো ও পাঁচশো টাকার জোগান বাড়ানোর আর্জিও জানিয়েছেন তিনি। তিন মাস আগে স্থির হলেও, বৈঠকে আলোচনার একমাত্র বিষয় ছিল নোট বাতিল। মুখ্যমন্ত্রীর দাবি, নোট দুর্ভোগ নিয়ে নীরব প্রধানমন্ত্রী, সংসদ। তাই নিজেই তুলে ধরেছেন দেশের মানুষের মনের কথা।
গর্ভনরকে দেওয়া তিন পাতার পরিসংখ্যানে দফতর ধরে ধরে ক্ষতির হিসেব তুলে দেওয়া হয়েছে ৷ নোট বাতিলে সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষি ৷ খারিফ শস্য, আলুবীজ, রবিশস্য নগদের আকালে বিক্রি না হওয়ায় পচে গিয়েছে ৷ চাষীদের বিনিয়োগ করা সব অর্থ জলে গিয়েছে ৷ অনাহারে দিন গুনছেন চাষীরা ৷ পর্যাপ্ত ব্যাঙ্কিং পরিষেবা না থাকায় প্রবল সমস্যায় পড়েছেন গ্রামের বাসিন্দারা ৷ নোট বাতিলে ক্ষতিগ্রস্ত MSME সেক্টরও ৷ নগদের অভাবে ক্ষতির মুখে পড়েছে চর্ম, কাপড়, হ্যান্ডলুম, গয়না শিল্প ৷
চা বাগানগুলিতে নোটের জোগান নেই ৷ রোজের বেতন না পেয়ে সমস্যায় চা শ্রমিকরা ৷ কাজ হারিয়েছেন ২ লক্ষের বেশি শ্রমিক ৷ রাজ্যের ৩৭৪৬৮-র মধ্যে মাত্র ৩৫৭০টি গ্রামে রয়েছে ব্যাঙ্ক ৷ ৩৩৫৪ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭১৭টি ব্যাঙ্কই নেই ৷ ব্যাঙ্কিং পরিষেবার দুরবস্থার সঙ্গে সঙ্গে রাজ্যের দুর্ভোগের চেহারাটাও আরবিআই-য়ের উর্জিত পটেলের সামনে তুলে ধরা হয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Currency Banned, Demonetisation, RBI Governor