#কলকাতা: উনিশের ভোট হিস্ট্রি নয়, মিস্ট্রি। আর ইভিএম নয়, ব্যালটে ভোট চাই। এবার পুরভোটের মতো স্থানীয় স্তরেও ব্যালটে ভোট হোক। মন্তব্য তৃণমূলনেত্রীর।
ইভিএম নয়। ব্যালট চাই। তৃণমূলের একুশের মঞ্চ থেকে ব্যালট ফেরানোর দাবিতে আরও আগ্রাসী মমতা। রাজ্যস্তরে পঞ্চায়েত-পুরসভায় ব্যালটে ভোট হবে। কমিশনে জানানো হবে দাবি বলে মন্তব্য তৃণমূলনেত্রীর।
তৃণমূলের টার্গেট বিজেপি। লোকসভা ভোটের পর হিংসা ছড়ানোয় গেরুয়াবাহিনীকে সরাসরি দায়ী করে সুর চড়ালেন মমতা। বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয়, মন্তব্য তৃণমূলনেত্রীর। প্রতিমুহূর্তে এজেন্সিকে দিয়ে ভয় দেখানো হচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার অভিযোগেও সরব মমতা।
বিজেপির বাড়বাড়ন্ত রুখতে পুরনো কর্মীরাই ভরসা মমতার। ঘরে বসে রাজনীতি না করে পথে নামার আহ্বান তৃণমূলনেত্রীর। জনসংযোগ বাড়াতে ফের ২৬ তারিখ থেকে জেলায়-জেলায় যাওয়ার কর্মসূচিও ঘোষণা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BALLOT, EVM, Mamata Banerjee