#কলকাতা: শনিবার বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চেই রবি কবিতা উদ্ধৃত করে কেন্দ্র বিরোধী সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে বিশিষ্টদের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, ভুল হলে পথ দেখান, সমালোচনা করুন।
২০১১, ২০ জুন। শপথ নিয়েছিল মা-মাটি-মানুষের সরকার। ওই দিনেই বিশিষ্টদের সম্মাননা প্রদান অনুষ্ঠান পা দিল ছয় বছরে। অভিনয়, প্রশাসন , চিকিৎসা ও সংস্কৃতি জগতের গুণীজনেদের বঙ্গ সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী।
বাংলাকে এগিয়ে নিয়ে যেতে মুখ্যমন্ত্রীর আবেদন, সমালোচনা করুন, ভুল বুঝবেন না। মঞ্চেই কেন্দ্রের সমালোচনায় মুখর মমতা।
বঙ্গ সম্মান ২০১৭
বঙ্গবিভূষণ
সৌমিত্র চট্টোপাধ্যায় (অভিনেতা)
নীরেন্দ্রনাথ চক্রবর্তী (সাহিত্যিক)
ওয়াই সি দেবেশ্বর (শিল্পপতি)
অরুণপ্রসাদ মুখোপাধ্যায় (প্রাক্তন পুলিশ কর্তা )
ডঃ ধীমান গঙ্গোপাধ্যায় (স্বাস্থ্য)
বঙ্গভূষণ
-লক্ষ্মণ দাস বাউল (বাউল সংগীত)
-রেজওয়ানা চৌধুরী বন্যা (রবীন্দ্র সংগীত)
-ডঃ অভিজিৎ চৌধুরী (স্বাস্থ্য)
-খেজমত ফকির (বাউল সংগীত)
-গনাত রাভা ( লোকশিল্পী)
-চপল ভাদুড়ি (যাত্রা)
বঙ্গ সম্মানের মঞ্চ দূরত্ব ঘোচাল সৌমিত্র-মমতার।‘পুরস্কার পেয়ে ভাল লাগছে’ বলে জানিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৷ অন্যদিকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানালেন, ‘আমি কবিতা লিখি, কবিতার জন্য এতবড় সম্মান ভাবা যায় না ৷’
‘আমি আপ্লুত, কলকাতাকে কেন্দ্র করে ব্যবসা করি ৷ পুরস্কার পেয়ে ভাল লাগছে’, বললেন শিল্পপতি ওয়াই সি দেবেশ্বর ৷
বাংলা গড়তে বিশিষ্টদের পরামর্শেই চলবে বাংলা। বাউল থেকে ছৌ, নেপালি নৃত্য থেকে বাংলার ঐতিহ্যবাহী ঢোল। সঙ্গে গুণীজনদের উপস্থিতি। সব মিলিয়ে জমজমাট ছিল নজরুল মঞ্চ ৷
এদিনও কেন্দ্র বিরোধিতার সুর স্পষ্ট মুখ্যমন্ত্রীর গলায়। কবিগুরুর কবিতা স্মরণ করে ফের কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘আমার মাথা নত করে দাও ৷ তবে কেউ চমকালে, মাথা উঁচু করে নতুন বাংলা গড়ি ৷ সমালোচনা করুন, দিশা দিন ৷ বাংলাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন ৷ কিন্তু ভুল বুঝবেন না’, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷