#কলকাতা: আগেই সকলকে পথে নামার আর্জি জানিয়েছেন। এবার মমতার নতুন কৌশল। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতাকে পাড়ায় পাড়ায় পৌঁছে দিতে তাঁর অস্ত্র ব্যাজ-আন্দোলন।
সোমবারের পর মঙ্গলবার। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ফের মিছিলে মমতা। স্লোগান এক। কিন্তু, আন্দোলনকে ছড়িয়ে দিতে দেখালেন নতুন পথ।
মমতা এদিন বললেন,‘এই দেখুন আমি একটা ব্যাজ পরেছি। আমি বাংলার মানচিত্র দিয়েছি। দিয়ে লিখেছি নো সিএবি, নো এনআরসি ৷’
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতাকে ছড়িয়ে দিতে মমতার অস্ত্র ব্যাজ। তিনি চান বিশ্ববিদ্যালয়, কলেজ, পাড়া এবং ক্লাবে ক্লাবে আলাদা ব্যাজ তৈরি করা হোক ৷ প্রতি ব্যাজে একটাই স্লোগান NO CAB, NO NRC ৷
এ রাজ্যে এনআরসি নিয়ে ধাক্কা খাওয়ার পরে নাগরিকত্ব সংশোধনী আইনকে অস্ত্র করতে চাইছে বিজেপি। পাল্টা সেই অস্ত্রেই বিজেপিকে ধরাশায়ী করতে চায় তৃণমূল। আসরে নেমেছেন খোদ তৃণমূলনেত্রী। সিএএ-বিরোধিতাকে তিনি পাড়ায় পাড়ায় পৌঁছে দিতে চান। সেই লক্ষ্যে তাঁর নতুন কৌশল ...ব্যাজ। যাতে সমাজের নানা অংশের মানুষকে আন্দোলনে টেনে আনা যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Badge Protest, CAA protest, Mamata Banerjee, No CAA NO NRC