হোম /খবর /কলকাতা /
প্রধানমন্ত্রীর ইয়াস বৈঠকে শুভেন্দুকেও ডাক, থাকছেন না মমতা

Modi Yaas Review Meeting: প্রধানমন্ত্রীর ইয়াস বৈঠকে শুভেন্দুকেও ডাক, থাকছেন না মমতা

শুভেন্দুকে আমন্ত্রণ, মোদির বৈঠকে থাকছেন না মমতা৷

শুভেন্দুকে আমন্ত্রণ, মোদির বৈঠকে থাকছেন না মমতা৷

সূত্রের খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই চেয়েছিলেন শুভেন্দু (Suvendu Adhikari)এই বৈঠকে উপস্থিত থাকুন৷ রিভিউ মিটিংয়ে (Modi Yaas Review Meeting) থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata banerjee)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কলাইকুন্ডায় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পর্যালোচনা বৈঠকে (Yaas Review Meeting) ডাক পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷  এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee)৷ যদিও সাগরে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, রিভিউ মিটিংয়ে তিনি থাকছেন না৷ শুধুমাত্র কোথায় কী ক্ষয়ক্ষতি হয়েছে সেই সংক্রান্ত কাগজ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েই ফিরবেন তিনি৷

মমতা বলেন, 'আমি প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে থাকছি না৷ শুধুমাত্র কোথায় কী ক্ষয়ক্ষতি হয়েছে তার কাগজটা দেওয়ার জন্য ১৫ মিনিটের জন্য যেতে হবে৷' মুখ্যমন্ত্রী জানান, ক্ষয়ক্ষতির এখনও পর্যন্ত যে হিসেব পাওয়া গিয়েছে, সেটাই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন তিনি৷

সূত্রের খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই চেয়েছিলেন শুভেন্দু এই বৈঠকে উপস্থিত থাকুন৷ বৈঠকের আগে পূর্ব মেদিনীপুরে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নবান্ন সূত্রে খবর ছিল, রিভিউ বৈঠক করার পর মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আলাদা বৈঠক করার কথা৷ যদিও পরিবর্তিত পরিস্থিতিতে সেই বৈঠক হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে৷

ঘূর্ণিঝড় ইয়াস এবং তার জেরে সমু্দ্রে জলস্ফীতির জেরে এ রাজ্যে পূর্ব মেদিনীপুরেই সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে৷ শুভেন্দু যেহেতু এই জেলা থেকেই বিধায়ক, সেই কারণেই জেলার পরিস্থিতি জানতে শুভেন্দুর উপস্থিতি চেয়েছিলেন নরেন্দ্র মোদি৷ পাশাপাশি শুভেন্দু এখন রাজ্যের বিরোধী দলনেতাও৷ যদিও এই বিষয়টি একেবারেই ভাল ভাবে নেয়নি রাজ্যের শাসক দল৷ তাঁদের প্রশ্ন, এই ধরনের পর্যালোচনা বৈঠকে রাজনৈতিক কারণেই একজন বিধায়ককে ডেকে পাঠানো হচ্ছে৷ কলাইকুন্ডার এই বৈঠকে হাজির থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Cyclone Yaas, Mamata Banerjee, Narendra Modi