হোম /খবর /কলকাতা /
গণেশ চতুর্থীর শুভ দিনে আজ ভবানীপুরে মনোনয়ন পেশ মমতা বন্দোপাধ্যায়ের 

Mamata Banerjee nomination: গণেশ চতুর্থীর শুভ দিনে আজ ভবানীপুরে মনোনয়ন পেশ মমতা বন্দোপাধ্যায়ের 

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন৷ আজ দুপুরে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to file nomination today)৷

  • Share this:

#কলকাতা: আজ শুক্রবার, গণেশ চতুর্থীর দিন ভবানীপুরে উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  বুধবার চেতলার কর্মিসভা থেকে নিজেই এ কথা জানিয়েছিলেন তৃণমূলনেত্রী৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর মুখ্য নির্বাচনী এজেন্ট হতে চলেছেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়৷

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন৷ আজ দুপুরে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন মুখ্যমন্ত্রী৷ করোনা অতিমারির কথা মাথায় রেখে জমায়েত নিয়ে বিধিনিষেধ তৈরি করে দিয়েছে কমিশন৷ সেই নিয়মের মধ্যে থেকেই মনোনয়ন জমা দেবেন মুখ্যমন্ত্রী৷ আলাদা করে কোনও মিছিল বা বড় জমায়েত করবে না শাসক দল৷

ভবানীপুরে এখনও পর্যন্ত তৃণমূল ছাড়া একমাত্র সিপিএম প্রার্থী ঘোষণা করতে পেরেছে৷ ভবানীপুরে সিপিএমের হয়ে লড়বেন আইনজীবী শ্রীজীব বিশ্বাস৷ বিজেপি এখনও প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি৷ আর কংগ্রেস জানিয়েই দিয়েছে, তারা ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করবে না৷ ফলে প্রচার থেকে শুরু করে মনোনয়ন, ভবানীপুরে বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: 'মমতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতান', চেতলার কর্মিসভায় আবেদন ৮৪ বছরের বাম নেতার

যদিও জয়ের বিষয়ে সুনিশ্চিত হলেও ভবানীপুরে নির্বাচনের প্রস্তুতিতে কোনওরকম গা ছাড়া মনোভাব দেখাতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব৷ মুখ্যমন্ত্রী নিজেও বুধবারের কর্মিসভায় দলের নেতা, কর্মীদের আত্মতুষ্টিতে না ভোগার জন্য সতর্ক করে দিয়েছেন৷

ভবানীপুরে বিপুল সংখ্যক অবাঙালি ভোটারের বাস৷ ফলে গণেশ চতুর্থীতে মনোনয়ন জমা দিয়ে তাঁদেরকেও বার্তা দিয়ে রাখলেন তৃণমূলনেত্রী৷

বুধবারের কর্মিসভায় মু্খ্যমন্ত্রী বলেন, 'ভবানীপুরের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমার রাজনৈতিক জীবনের বিভিন্ন সংগ্রামে এই অঞ্চলের মানুষের থেকে ভালোবাসা, আশীর্বাদ ও দোয়া পেয়েছি সবসময়। অতীতের মতোই আসন্ন বিধানসভা উপনির্বাচনে আরও একবার অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারী, বিচ্ছিন্নতাবাদী, বিভেদকামী শক্তির বিরুদ্ধে ভবানীপুরের মানুষ রুখে দাঁড়াবে। বিজেপির শাসনে আজ দেশের গণতন্ত্র আজ বিপন্ন। কেন্দ্রীয় সরকারের একের পর এক জনবিরোধী সিদ্ধান্তে সাধারণ মানুষ দিশেহারা। কিন্তু তা নিয়ে দেশের মসনদে যারা বসে আছে তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত।সমস্ত অশুভ শক্তির হাত থেকে বাংলার এই পবিত্র মাটিকে রক্ষা করতে আমি শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। দেশের অন্নদাতাদের উপরে নিরন্তর অত্যাচার চালাচ্ছে যারা, নারীশক্তির অপমান করে যারা, দেবী দুর্গার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে যারা ,তাদের আবারও পরাজিত করে জিতবে ভবানীপুর, জিতবে বাংলা।'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Bhabanipur, Mamata Banerjee