#কলকাতা: নরেন্দ্র মোদির ছবি নয়, করোনার টিকাকরণের সার্টিফিকেটে থাক জাতীয় পতাকার ছবি৷ এমনই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভায় বক্তব্য রাখতে গিয়ে এই প্রস্তাব দেন তিনি৷
এ দিন ভার্চুয়াল বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, 'জিএসটি, বিপর্যয় মোকাবিলার টাকা দেয় না৷ খালি ছবি লাগাতে ব্যস্ত৷ টিকা দিয়েও তাতে নিজের ছবি লাগিয়ে দিচ্ছে৷ তাহলে করোনায় মৃত্যু হলেও আপনার ছবি লাগিয়ে দেওয়া উচিত! এত মানুষ মারা গেলেন, প্রত্যেকের বাড়িতে একটা করে ছবি পাঠিয়ে দিই? একটা টিকা দেওয়ার কৃতিত্ব নিতেও ছবি লাগাতে হয় কেন? এটা কী ধরনের মানসিকতা? আমাদের এখানে যখন সরকার টিকা কিনে মানুষকে দিতে শুরু করল, তখন আমাকেও ছবি লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছিল৷ আমি বারণ করে দিয়েছি৷ ছবি লাগাতে হলে জাতীয় পতাকার ছবি লাগাও৷ দেশে জাতীয় পতাকার থেকে বড় তো আর কেউ নয়!'
করোনা টিকার সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এর আগেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রশ্ন তুলেছিল তৃণমূল সহ বিরোধীরাও৷ যদিও বিরোধীদের দাবিকে গুরুত্ব দেয়নি কেন্দ্র৷
করোনার টিকাকরণ নিয়ে শুরু থেকেই কেন্দ্রের নীতি নিয়ে সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সবাইকে বিনামূল্যে টিকা দেওয়ার দাবি নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন তিনি৷ পরে সেই দাবি মেনে নিয়েই প্রত্যেককে বিনামূল্য টিকা দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ এ দিন বিজেপি-কেও তীব্র আক্রমণ করেছেন তৃণমূলনেত্রী৷ তিনি বলেন, 'বিজেপি-র দুটো কাজ, গুলি চালানো আর গালিগালাজ করা৷ কোনও চমৎকার ওরা জানে না৷ ওরা শুধু জানে মিথ্যের পর মিথ্যে বলতে৷ তাই বলছি, জোট বাধুন, তৈরি হোন৷ মানুষের আজ স্বাধীনতা নেই৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।