#কলকাতা: রাজ্যের সাত আসনে দ্রুত উপনির্বাচন চান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মত, এখন কোভিড নিম্নগামী, এখনই সাতদিন সময় নিয়ে উপনির্বাচন সেরে ফেলার আদর্শ সময়। বুধবার সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি দ্রুত উপনির্বাচন করার।
এ দিন মমতা উপনির্বাচনে তাঁর দলের প্রস্তুতি বোঝাতে বলেন, উপনির্বাচনে র জন্য বেশি দিন দেওয়ার প্রয়োজন নেই। আমরা প্রস্তুত আছি। মমতার টিপ্পনি, আমার তো মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী না বললে ওরা ডিক্লেয়ার করবে না।
উল্লেখ্য উপনির্বাচন হবে, খড়দহ, সামশেরগঞ্জ,জঙ্গিপুর, শান্তিপুর, ভবানীপুর, দিনহাটা, গোসাবা এই সাতটি বিধানসভা কেন্দ্রে। ভবানীপুরে বিপুল ভোটে জয়ী হয়েও পদত্যাগ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ওই কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়বেন। কেননা নন্দীগ্রাম ফলাফলের পর নিয়মানুযায়ী ছয় মাসের মধ্যে তাঁকে অন্য কোনও আসন থেকে জিতে আসতে হবে। অন্য দিকে খড়দহের প্রার্থী কাজল সিনহা জয়ী হলেও জয় দেখে যেতে পারেননি। করোনা তাঁর প্রাণ নিয়েছে। ভোটের আগে প্রার্থীদের মৃত্যু হওয়ায় নির্বাচন হয়নি সামশেরগঞ্জ, জঙ্গিপুরেও। মমতা চাইছেন এই পর্বটা দ্রুত সমাধা হোক।
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, "যখন পজিটিভিটি রেট অনেক বেশি ছিল, তখন নির্বাচন করল আর এখন তো সংক্রমণের হার অনেক কম। এখন কেন উপনির্বাচনটা করাচ্ছে না ? সাত দিনের সময় দিয়েই তো নির্বাচন টা করে ফেলা যায়। আমরা প্রস্তুত আছি"
মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনও টেনে আনেন ৮ দফা নির্বাচনের প্রসঙ্গ। তখন বারবারই তৃণমূল কংগ্রেস আপত্তি জানিয়েছিল, এত লম্বা সময় ধরে নির্বাচন করা নিয়ে। পরিসংখ্যান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথম দফার নির্বাচনে সংক্রমণের হার ছিল দুই থেকে তিন শতাংশ। ক্রমে তা বাড়তে বাড়তে পঞ্চম থেকে অষ্টম দফার সময়ে ২২% এ চলে গিয়েছিল।মমতা রাখঢাক না রেখেই বলছেন, ৮দফা নির্বাচনে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে।
এখন কোভিড গ্রাফ নিম্নমুখী। তাই এই পরিস্থিতিতে তিনি চাইছেন উপনির্বাচনে আরও একবার শক্তির প্রমাণ দিতে।
ইনপুট-সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamatab Banerjee, Naredra Modi