#কলকাতা: সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে রফাসূত্র পাওয়া যায়নি ।এরপরই সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব মলয় দে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মূলত হাসপাতালে যথাযথ নিরাপত্তার দাবিতে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরাও । রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে মূল ঘটনার পরের দিনই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে । ঘটনার পর দিনই স্বাস্থ্যপ্রতিমন্ত্রীকে ঘটনাস্থলে পাঠানো হলেও একাধিক আবেদনেও কোনও সাড়া পাওয়া যায়নি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
পাশাপাশি মমতা জানিয়েছেন হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ থাকার কারণে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ কারণ তাঁরা কোনওরকম চিকিৎসা পাচ্ছেন না । তাই বিক্ষোভকারীদের সবরকম দাবি মেনে নেওয়া হবে এই আশ্বাস দিয়ে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আর্জি জানিয়েছেন মমতা ।