হোম /খবর /কলকাতা /
কর্মিসভা দিয়ে শুরু, বুধবার থেকেই ভবানীপুরে মাঠে নামছেন মমতা

Bhabanipur| Mamata Banerjee: কর্মিসভা দিয়ে শুরু, বুধবার থেকেই ভবানীপুরে মাঠে নামছেন মমতা

ভবানীপুরে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

ভবানীপুরে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

ভবানীপুরের উপনির্বাচনে যখন মুখ্যমন্ত্রী নিজেই প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছেন, সেখানে এখনও প্রার্থীদের নামই ঘোষণা করতে পারেনি বিরোধী শিবির (Bhabanipur| Mamata Banerjee)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: দলের নেতা কর্মীরা আগেই প্রচার শুরু করে দিয়েছিলেন৷ এবার ভবানীপুরে নিজেই মাঠে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সূত্রের খবর, সম্ভবত আগামী বুধবার থেকে নিজেই উপনির্বাচনের প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী৷

গত শনিবার ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন৷ আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন৷ ভোটের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীকে জেতাতে জোরদার প্রচার শুরু করে দিয়েছে শাসক দল৷

তৃণমূল সূত্রে খবর, বুধবার ভবানীপুর বিধানসভার অন্তর্গত চেতলার অহীন্দ্র মঞ্চে একটি কর্মিসভার আয়োজন করা হয়েছে৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উপস্থিত থাকতে পারেন৷ দলীয় নেতা কর্মীদের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে উপনির্বাচনের রণকৌশল ঠিক করে দিতে পারেন তৃণমূলনেত্রী নিজেই৷ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে নিঃসংশয় তৃণমূল৷ তা সত্ত্বেও উপনির্বাচনের প্রস্তুতি গাছাড়া মনোভাব দেখাতে নারাজ তৃণমূল নেতৃত্ব৷ উপনির্বাচনের প্রচারে একাধিক বিধিনিষেধ স্থির করে দিয়েছে নির্বাচন কমিশন৷ ফলে বড় কোনও জমায়েত করা সম্ভব নয়৷ তাছাড়া মুখ্যমন্ত্রী নিজেও যথেষ্ট ব্যস্ত সূচির মধ্যে থাকেন৷ এ সব কথা মাথায় রেখেই প্রচার কৌশল ঠিক করছে তৃণমূল নেতৃত্ব৷

ভবানীপুরের উপনির্বাচনে যখন মুখ্যমন্ত্রী নিজেই প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছেন, সেখানে এখনও প্রার্থীদের নামই ঘোষণা করতে পারেনি বিরোধী শিবির৷ ফলে ভবানীপুরে শুরু থেকেই অনেকটা এগিয়ে থেকে শুরু করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি নিজে যেহেতু প্রার্থী, তাই ভবানীপুরের উপনির্বাচন নিয়ে গোটা দেশের আগ্রহও তুঙ্গে৷ মমতা নিজে প্রচারে নামলে সেই আগ্রহ আরও বাড়বে৷

Published by:Debamoy Ghosh
First published: