#কলকাতা: তৃণমূলের (TMC) নজর এখন সর্বভারতীয় ক্ষেত্রে৷ বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনের ফল দেখে কলকাতা পুরসভা নির্বাচন নিয়ে অনেকটাই নিশ্চিন্ত শাসক দল (KMC Elections 2021)৷ তা সত্ত্বেও শেষ মুহূর্তে কলকাতা পুর ভোটের প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷
তৃণমূলের তরফে জানানো হয়েছে, পুরভোটের প্রচারে শহরের বিভিন্ন প্রান্তে তিনটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামিকাল, বুধবার ফুলবাগানে উত্তর কলকাতার প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী৷ পরের দিন দক্ষিণ কলকাতার প্রার্থীদের সমর্থনে বেহালা এবং বাঘা যতীনে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
আরও পড়ুন: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী? উত্তরের খোঁজে বুধবার ফের হাই কোর্টে গেরুয়া শিবির...
অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য কোনও জনসভা নয়, দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন৷ আগামী বৃহস্পতিবার পোস্তা বাজার থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পর্যন্ত রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ উত্তর এবং মধ্য কলকাতার ২২ থেকে ৫১ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে এই রোড শো হবে৷
আরও পড়ুন: মানুষ কী চাইছেন, কেমন আছেন? 'দিদির' ওয়ার্ডে সবার কাছে পৌঁছচ্ছেন 'বৌদি'
কলকাতা পুরসভা নির্বাচনের প্রচারে এখনও পর্যন্ত মূলত দলের অন্যান্য প্রথম সারির নেতা, মন্ত্রীদেরই নামিয়েছে তৃণমূল৷ কলকাতা পুরভোটে ভাল ফল নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী শাসক দল৷
ইতিমধ্যেই দলের তরফে প্রার্থী এবং নেতা, কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, পুরভোটে কোনওরকম গায়ের জোর প্রয়োগ করা যাবে না৷ যাতে শাসক দলের বিরুদ্ধে নির্বাচনে বেনিয়মের কোনও অভিযোগ না উঠতে পারে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, KMC Elections 2021, Kolkata Municipal Corporation Elections 2021, Mamata Banerjee