হোম /খবর /কলকাতা /
নিষেধাজ্ঞা শেষ হতেই ময়দানে মমতা, কাল রাতেই সভা বিধাননগরে

Mamata Banerjee: নিষেধাজ্ঞা শেষ হতেই ময়দানে মমতা, কাল রাতেই সভা বিধাননগরে

মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷

মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷

কমিশনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলে ইতিমধ্যেই ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: নির্বাচন কমিশনের জারি করা নিষেধাজ্ঞা (Election Commission ban on Mamata Banerjee) শেষ হওয়ার পরই আর সময় নষ্ট করতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আগামিকাল, মঙ্গলবার রাত ৮টায় কমিশনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে৷ রাত ৮.১৫ থেকে ফের প্রচার শুরু করে দিচ্ছেন তৃণমূলনেত্রী (TMC)৷ বিধাননগরেই সভা করবেন তিনি৷

উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে আজ, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামিকাল দুপুর বারোটা থেকে কলকাতায় গাঁধি মূর্তির নীচে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী৷ ধর্না দেওয়ার পর রাতে প্রথমে বারাসত এবং তার পর বিধাননগরেই সভা করবেন তৃণমূলনেত্রী৷  কমিশনের নিষেধাজ্ঞার পর এই সভা অন্য মাত্রা পেতে চলেছে৷

কমিশনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলে ইতিমধ্যেই ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা৷ গত ৭ এবং ৮ এপ্রিল তাঁকে শো কজ করে দু'টি নোটিস পাঠিয়েছিল কমিশন৷ সেই নোটিসের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়েই মুখ্যমন্ত্রীর প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন৷ তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য আদর্শ আচরণবিধির পরিপন্থী৷ যে বক্তব্যগুলির জন্য তাঁকে শো কজ করা হয়েছিল, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলেই মনে করে কমিশন৷

আগামিকাল, মঙ্গলবার পূর্ব নির্ধারিত চার জায়গায় জনসভা করার কথা ছিল মুখ্য়মন্ত্রীর৷ তার মধ্য়ে বিধাননগরও ছিল৷ নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার কৃষ্ণগঞ্জ ও কল্যাণীর সভাগুলি বাতিল করতে হচ্ছে৷  সময় নষ্ট না করে নিষেধাজ্ঞা শেষ হতেই বারাসত ও বিধাননগরে সভাটি করে নিচ্ছেন মুখ্যমন্ত্রী৷ এবারের ভোট প্রচারে এত রাতে সভা করেননি মুখ্যমন্ত্রী৷ কিন্তু কমিশনের নিষেধাজ্ঞার জেরে রাত ৮টার পরেও সভা করার সিদ্ধান্ত নিলেন তৃণমূলনেত্রী৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Election Commission, Mamata Banerjee, West Bengal Assembly Election 2021