হোম /খবর /কলকাতা /
কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ, কালই ধর্নায় বসছেন মমতা

EC Bans Mamata Banerjee: কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ, কালই ধর্নায় বসছেন মমতা

কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ মমতার৷

কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ মমতার৷

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ, ১২ এপ্রিল রাত ৮টা থেকে ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না মুখ্যমন্ত্রী৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আগামিকাল, মঙ্গলবার ধরণায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷  এ দিনই নির্বাচন কমিশনের (Election Commission) তরফে আগামী চব্বিশ ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রীর প্রচারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ কলকাতায় গাঁধি মূর্তির নীচে দুপুর ১২টা থেকে ধর্নায় বসতে চলেছেন তিনি৷

কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে ট্যুইটও করেছেন মুখ্য়মন্ত্রী৷ সেখানে তিনি লিখেছেন, 'কমিশনের অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে কাল বেলা ১২টা থেকে আমি গাঁধি মূর্তির নীচে ধর্নায় বসব৷'

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা চাপানোর কমিশনের এই সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তৃণমূলের৷ তার পাল্টা মুখ্যমন্ত্রী যে ভাবে কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্নায় বসার কথা জানালেন, তাও এক কথায় নজিরবিহীন হতে চলেছে৷

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ, ১২ এপ্রিল রাত ৮টা থেকে ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না মুখ্যমন্ত্রী৷ কমিশনের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে৷ গত ৭ এবং ৮ এপ্রিল মুখ্যমন্ত্রীকে শো কজ করে নোটিস পাঠিয়েছিল কমিশন৷ কিন্তু তার জবাবে মুখ্যমন্ত্রী যে ব্যাখ্যা দেন, তাতে সন্তুষ্ট না হয়েই কমিশন এই নির্দেশ দিয়েছে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Election Commission, Mamata Banerjee, West Bengal Assembly Election 2021