হোম /খবর /কলকাতা /
বুধবার জিটিএ প্রধানের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা, চলতি মাসের শেষে উত্তরবঙ্গে মমতা?

Mamata Banerjee To North Bengal: বুধবার জিটিএ প্রধানের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা, চলতি মাসের শেষে ফের উত্তরবঙ্গে মমতা?

মতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ছবি

মতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ছবি

Mamata Banerjee To North Bengal: ইতিমধ্যেই জিটিএ প্রধান কলকাতায় এসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশাপাশি স্বরাষ্ট্রসচিব, মুখ্য সচিবের সঙ্গেও এক প্রস্থ বৈঠক করেছেন।

  • Share this:

কলকাতা: চলতি মাসের শেষেই ফের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনটাই খবর নবান্ন সূত্রে। এখনও পর্যন্ত সূচি চূড়ান্ত না হলেও সূত্রের খবর ২০ ফেব্রুয়ারির পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং যেতে পারেন। মূলত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, আগামীকাল অর্থাৎ বুধবার জিটিএ প্রধান অনিত থাপার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে এই বৈঠক নবান্ন হবে নাকি বিধানসভায় হবে, সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু ঠিক না হলেও সূত্রের খবর আগামীকাল এই বৈঠক বিধানসভায় হওয়ার সম্ভাবনা প্রবল। শেষবার মুখ্যমন্ত্রী দার্জিলিং গিয়েছিলেন মূলত জিটিএ এর সভাসদদের শপথ গ্রহণ অনুষ্ঠানে।

দীর্ঘদিন বাদে পাহাড়ে জিটিএ নির্বাচন হয়েছে, পাশাপাশি দার্জিলিং পৌরসভার ও নির্বাচন হয়েছে। সূত্রের খবর আগামীকাল জিটিএ প্রধানের সঙ্গে যে বৈঠকে সম্ভাবনা হয়েছে মুখ্যমন্ত্রী সঙ্গে সেখানে একাধিক বিষয় নিয়েও আলোচনা হবে। জিটিএ বোর্ড গঠন হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, জিটিএকে আর্থিক বরাদ্দ দেওয়া হবে। আগামীকালকের বৈঠকে সেই বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, মাত্র দেড় মিনিটেই শেষ ইন্টারভিউ! প্রাথমিকে শিক্ষক নিয়োগে আরও বড় দুর্নীতির গন্ধআরও পড়ুন, ৬ বছর পরেও জানা যায়নি TET-এর ফল! মানিককে ২ লক্ষ টাকার জরিমানার নির্দেশ বহাল

ইতিমধ্যেই জিটিএ প্রধান কলকাতায় এসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশাপাশি স্বরাষ্ট্রসচিব, মুখ্য সচিবের সঙ্গেও এক প্রস্থ বৈঠক করেছেন। জিটিএ- এর অধীনে শিক্ষক নিয়োগের পাশাপাশি একাধিক সমস্যা রয়েছে বর্তমানে। জিটিএর বোর্ড গঠন হওয়ার পরই উন্নয়নমূলক কাজ পরিচালনা করতে চাই জিটিএ বোর্ড। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যাতে জিটিএ-এর অধীনে ও কার্যকরী হয়, তা নিয়েও ইতিমধ্যেই জিটিএ-এর পক্ষ থেকে দাবি রাখা হয়েছে রাজ্যের কাছে।

সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জিটিএ প্রধান অনিত থাপার বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সেই বৈঠকের পরেই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর চূড়ান্ত হতে পারে। মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারী শেষ দিকে আসতে পারেন সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই ইতিমধ্যেই প্রস্তুতিও নিতে শুরু করেছে শিলিগুড়ি জেলা প্রশাসন। ইতিমধ্যেই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও মুর্শিদাবাদ জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আগামী ৯ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার হাওড়ার পাঁচলা থেকে বিভিন্ন ব্লকে ব্লকে দুয়ারে সরকারের কর্মসূচির বিভিন্ন পরিষেবা ভার্চুয়ালি তুলে দেবেন মুখ্যমন্ত্রী। তবে এ বারে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। যদিও চূড়ান্তভাবে সফরসূচি তৈরি না হলেও ফেব্রুয়ারি মাসের ২০ তারিখের পরেই শিলিগুড়ি বা দার্জিলিং যাওয়ার সম্ভাবনায় প্রবল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Published by:Uddalak B
First published:

Tags: Mamata Banerjee