#কলকাতা: নিষেধাজ্ঞাতেও দমানো গেল না মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)৷ আগামিকাল, রাত ৮টায় নির্বাচন কমিশনের (Election Commission) নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই দু'টি সভা করবেন মুখ্যমন্ত্রী৷ তার মধ্যে প্রথম সভাটি করবেন বারাসতে৷ এর পরে ই বিধাননগরে সভা করবেন মুখ্যমন্ত্রী৷
উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে ১২ এপ্রিল, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামিকাল দুপুর বারোটা থেকে কলকাতায় গাঁধি মূর্তির নীচে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী৷ রাত ৮টায় কমিশনের নিষেধাজ্ঞা শেষ হতেই রাত ৮.১৫ মিনিটে বারাসতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তীর সমর্থনে সভা করবেন তৃণমূলনেত্রী৷ এর পর রাত ৯টায় তিনি বিধাননগরে সভা করবেন রাজারহাট- গোপালপুর এবং রাজারহাট নিউ টাউনের দুই তৃণমূল প্রার্থীর সমর্থনে৷ ওই দুই কেন্দ্রে তৃণমূল প্রার্থী যথাক্রমে তাপস চট্টোপাধ্যায় এবং সুজিত বসু৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার তাঁর চারটি জনসভা করার কথা ছিল৷ কিন্তু কমিশনের নির্দেশে কৃষ্ণগঞ্জ ও কল্যাণীর সভা বাতিল করতে হলেও বারাসত এবং বিধাননগরের সভা বাতিল করছেন না মুখ্যমন্ত্রী৷ প্রথমে তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, মঙ্গলবার শুধুমাত্র বিধাননগরের সভাই করবেন৷ পরে দলের তরফে সূচি প্রকাশ করে জানানো হয়, বারাসতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে সভা করে তার পর বিধানগরে পৌঁছবেন মমতা৷ নিষেধাজ্ঞা ওঠার পর তৃণমূলনেত্রীর এই দু'টি সভা অন্য মাত্রা পেতে চলেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Election Commission, Mamata Banerjee, West Bengal Assembly Election 2021