#কলকাতা: সব জল্পনার অবসান। আগামী শুক্রবার প্রার্থীতালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল। ধাপে ধাপে নয়, সূত্রের খবর, ২৯৪টি কেন্দ্রের প্রার্থীতালিকা প্রকাশিত হবে একবারেই। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সাংবাদিক বৈঠক করে এই প্রার্থীতালিকা ঘোষণা করবেন। ৯ মার্চ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল। মনে করা হচ্ছে, বেশ কয়েকটি চমক থাকতে পারে এবারের তৃণমূলের প্রার্থী তালিকায়। একদিকে যেমন প্রাধান্য দেওয়া হবে নতুন মুখে, তেমনই জোর দেওয়া হবে, ভাবমূর্তি পরিচ্ছন্ন এমন নেতারাই যাতে ভোটের টিকিট পান। রাজনৈতিক মহলে গুঞ্জন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শুধু নন্দীগ্রাম থেকেই লড়তে পারেন। সেক্ষেত্রে জল্পনা থাকছে ভবানীপুরের প্রার্থীর নাম নিয়ে।
তৃণমূল সূত্রে খবর, এবার ৪০ বছরের নীচে বয়সের প্রার্থী সংখ্যা বেশি থাকবে। পাশাপাশি মহিলা প্রার্থীর ওপর বিশেষ নজর দেওয়া হবে। বেশ কয়েকজন হেভিওয়েট নেতা মন্ত্রীদের আসন বদলের সম্ভাবনা থাকছে।বেশ কিছু যুব নেতাদের প্রার্থী করা হতে পারে।
এবার এক নজরে দেখে নেওয়া যাক তৃণমূল কংগ্রেসের নতুন মুখগুলি যারা প্রার্থী হতে পারেন-
১- প্রার্থী হতে পারেন সুদীপ রাহা যুবনেতা২-প্রার্থী হতে পারেন দেবাংশু চক্রবর্তী
৩-প্রার্থী হতে পারেন সুপ্রকাশ গিরি৪-প্রার্থী হতে পারেন দেবরাজ চক্রবর্তী৫-প্রার্থী হতে পারেন উমা সরেন৬-প্রার্থী হতে পারেন ছত্রধর মাহাতো৭-প্রার্থী হতে পারেন সৌমিক দে৮-প্রার্থী হতে পারেন সোহম চক্রবর্তী৯-প্রার্থী হতে পারেন রাজ চক্রবর্তী১০-প্রার্থী হতে পারেন কাঞ্চন মল্লিক১১- প্রার্থী হতে পারেন মনোজ তিওয়ারী১২-প্রার্থী হতে পারেন সায়নী ঘোষ১৩-প্রার্থী হতে পারেন সুদেষ্ণা রায়১৪-প্রার্থী হতে পারেন অনন্যা চ্যাটার্জি১৫-প্রার্থী হতে পারেন প্রাক্তন আই পি এস হুমায়ুন কবীর১৬-প্রার্থী হতে পারেন তৃণাঙ্কুর চ্যাটার্জীপ্রসঙ্গত আজই বিজেপির বেশ কয়েকজন নেতা দিল্লি যাচ্ছেন প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য। মনে করা হচ্ছে, সম্ভবত শুক্রবারই প্রথম দুই দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলবে বিজেপি৷
-মুখ্য প্রতিবেদক- কমলিকা সেনগুপ্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, TMC, TMC candidate List, West Bengal Assembly Election