#কলকাতা: কৃষি আন্দোলন নিয়ে দলের অবস্থান আগেই স্পষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আরও একবার সোমবারে মেদিনীপুরের সভা থেকে তিনি জানালেন যে, কৃষকদের পাশে তিনি রয়েছেন৷ আগামিকাল অর্থাৎ মঙ্গলবার কৃষি আন্দোলনকে কেন্দ্র করে যে ভারত বন্্ধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি তার পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস৷ ইতিমধ্যেই যে ইস্যুতে বন্্ধ ডাকা হয়েছে, তাকে সমর্থন করেছে কংগ্রেস সহ ১১টি রাজনৈতিক দল৷ মমতা রয়েছেন তাঁদের পাশে৷
এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন যে তিনি কৃষি আন্দোলনের পাশে রয়েছেন৷ কৃষি আইন প্রত্যাহরের দাবি আগেই জানিয়েছিলেন মমতা৷ আন্দোলনের নেতাদের সঙ্গে দেখা করে সেই বার্তাও দিয়েছিলেন দলের মুখপাত্র সাংসদ ডেরেক ও ব্রায়েন৷ মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানান যে, কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে পথে নামবেন তারা ৷ গান্ধিমূর্তির নীচে ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে অবস্থান বিক্ষোভ ৷ ১০ তারিখ সেই বিক্ষোভে থাকবেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথম থেকেই এই আইন নিয়ে প্রতিবাদ করে এসেছে তৃণমূল কংগ্রেস৷
এদিন মমতা সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই প্রসঙ্গ তুলে ধরেন৷ তিনি জানান যে, এই সমস্ত ঘটনা এখনও তাঁর মনে রয়েছে৷ সিপিএম,বিজেপি,কংগ্রেস এই তিন দলকেই কটাক্ষ করেন মমতা৷ তিনি বলেন বিজেপি ভক্ষক, সিপিএম রক্ষক, কংগ্রেস তক্ষক৷ পাশাপাশি জিনিসের মূল্য় বৃদ্ধির জন্য কেন্দ্র সরকারকে একহাত নেন তিনি৷ অভিযোগ করেন যে সব বিক্রি করে দিচ্ছে বিজেপি৷ কোনও ভাবেই যে তাঁর দল বিজেপিকে ভয় পেয়ে তার কাছে মাথা নোয়াবে না, তা আরও একবার দলকর্মীদের বলেন মমতা৷
জিনিসের মূল্য় বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে একহাত নেন তিনি৷ অভিযোগ করেন যে সব বিক্রি করে দিচ্ছে বিজেপি৷ কোনও ভাবেই যে তাঁর দল বিজেপিকে ভয় পেয়ে তার কাছে মাথা নোয়াবে না, তা আরও একবার দলীয় কর্মীদের বলেন মমতা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farmer Protest, Mamata Banerjee