#কলকাতা: কথায় বলে, মঙ্গলে ঊষা বুধে পা। বুধবার দুপুর দু'টোর পর সেই শুভ মহরত। শুভ সময়। ২০২১-র বিধানসভা নির্বাচনের জন্য বুধবার দুপুর দু'টোর পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করার পরামর্শ এল পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে।
মনোনয়ন পত্র দাখিলের উদ্দেশ্যে মঙ্গলবার সকাল এগারোটার পরেই নন্দীগ্রামের উদ্দেশ্যে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার দিনভর নন্দীগ্রামে রাজনৈতিক কর্মসূচির সারার পর সেখানেই রাত্রি বাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হলদিয়া মনোনয়ন পর্ব সারবেন তিনি। কোভিড পরবর্তী পর্যায়ে নিউ নর্মালে এবার নির্বাচন। মনোনয়ন পর্বেও নানা বিধি নিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন।
২০২১-র রাজ্যের বিধানসভা নির্বাচন একেবারেই তার নিজের ভোট বলে বারে বারে প্রকাশ্য জনসভায় বলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে তাকে দেখেই ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন ভোটারদের। সেই অর্থে ২০২১-র নির্বাচন রাজ্যের সাম্প্রতিকতম নির্বাচন গুলোর মধ্যে নজিরবিহীন।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এবারের ভোটে নিজের পরিচিত ভবানীপুর কেন্দ্র ছেড়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। রাজ্য নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি নন্দীগ্রাম থেকে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে প্রার্থী করেছে হেভিওয়েট রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারীকে। সেই অর্থে রাজ্য রাজনীতির শিরোনামে এবার নন্দীগ্রাম। বাংলায় ভূমি আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যকলাপ এবার তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। তৃণমূল সুপ্রিমো নিজেও সেটা জানেন।
মমতার মনোনয়ন পর্ব ঘিরে শুধু যে বাংলায় রাজনৈতিক মহলে আগ্রহ, তা নয়। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পর্ব শুভ করতে পুজো-আচ্চা চলবে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। বুধবার দুপুর একটা থেকে দুপুর তিন'টে পর্যন্ত পুরীর জগন্নাথ দেবের মন্দিরে অখন্ডদীপ পুজো চলবে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মুখ্য দৈতাপতি রাজেশ দৈতাপতি জানান, "স্থানীয়ভাবে বিশ্বাস করা হয়, মহাপ্রভু জগন্নাথ দেবের সামনে অখন্ডদীপ পুজো করলে সব গ্রহ খন্ডন হয়। শেষে জয় হয়।"
পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে অধিষ্ঠিত জগন্নাথ দেবের বিগ্রহের সামনেও বুধবার দুপুর দুটো থেকে মহাদীপ জ্বালানো থাকবে। অর্থাৎ বুধবার সব অর্থেই রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ।
PARADIP GHOSH