কলকাতা: দলের শীর্ষ এবং সাংগঠনিক নেতাদের নিয়ে এদিন কালীঘাটে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই দলে বেশ কিছু পদে রদবদল করেন তিনি। পাশাপাশি দুটি পৃথক মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল সম্পর্কেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পার্থ ও অনুব্রতকে ওরা জেলে ভরে রেখেছে। পার্থদার তো দশ শতাংশ দোষ। বাকি তো কোঅর্ডিনেশন কমিটি করেছে। অনুব্রতকে ওরা দীর্ঘদিন ধরে জেলে ভরে রেখেছে। ওরা কি এখনও কিছু প্রমাণ করতে পেরেছে?"
পাশাপাশি তিনি বলেন, "সাগরদিঘী কেন্দ্রে পার্টির অনেকেই সাবতাজ করেছেন। আমি জানি এটা কারা করেছেন। আমি এই বিষয়টা নিয়ে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছি। দলটা তো আপনাদেরও।" তিনি আরও জানান, "আমরা একলাই চলব। আমি খুব শীঘ্রই বিভিন্ন রাজ্যে যাব। সেই রাজ্যগুলির আঞ্চলিক দলগুলির সঙ্গে কথা বলব। জাতীয় রাজনীতির কথা আপনাদের ভাবতে হবে না। আপনারা সংগঠনে মন দিন। অনেকেই বাড়িতে বসে থাকছেন। এটা মনে রাখবেন আমরা একলা চলো নীতিতেই লড়াই করব।"
আরও পড়ুন, কঠিন সময়, চ্যালেঞ্জ অনেক, পঞ্চায়েতের আগে আজ মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন, আপনারা কি তদন্ত করতে জানেন না, ক্ষোভ উগরে দিয়ে সিবিআইকে প্রশ্ন বিচারপতির
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তৃণমূলের শিক্ষা সেল এবার পুরোটাই দেখবে ব্রাত্য। অধ্যাপকদের সংগঠন ওয়েপ কুপা, প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতির সব সংগঠনের বিষয়টি দেখবেন ব্রাত্য। সবাইকে নিয়েই সংগঠনে চলতে হবে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee