• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গাইলেন গান, শুনে নিন দেবীপক্ষে মুখ্যমন্ত্রীর গলায় দেবীর আবাহন

এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গাইলেন গান, শুনে নিন দেবীপক্ষে মুখ্যমন্ত্রীর গলায় দেবীর আবাহন

এই কঠিন সময়েই দেবী বন্দনা শোনা গেল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ৷

এই কঠিন সময়েই দেবী বন্দনা শোনা গেল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ৷

এই কঠিন সময়েই দেবী বন্দনা শোনা গেল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ৷

 • Share this:
  #কলকাতা: মহালয়ার পুণ্যতিথিতে দেবীপক্ষের শুরুতেই নিজেই গান গেয়ে দেবীর আবাহন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মা দুর্গার চরণে এ হল তৃণমূলনেত্রীর শারদ অর্ঘ্য ৷ করোনা আবহে বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিয়ে এবার সাবধানী বাংলা ৷ এমন অনিশ্চিত সময়ে সকলেরই প্রার্থনা মা এসে হরং করুক মারী ৷ এই কঠিন সময়েই দেবী বন্দনা শোনা গেল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ৷ মায়ের আবাহনে ও আগমন উদযাপনের জন্য এর আগে বহুবার কলম ধরেছেন নেত্রী ৷ কখনও বিখ্যাত পুজোর থিম সং লিখেছেন তো কখনও সুর দিয়েছেন তাতে ৷ এই প্রথম দেবীর আবাহন ধ্বনিত হল তাঁর কন্ঠে ৷ গেয়ে উঠলেন, জাগো তুমি জাগো জাগো দুর্গা...। বৃহস্পতিবার মহালয়ার পুণ্যতিথিতে দেবীর বন্দনা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে ৷ ফেসবুকে নিজের পেজে নেত্রী শেয়ার করলেন তাঁর নিজের গাওয়া, জাগো দুর্গা...। শুনে নিন সেই গান এর আগে বহুবার নেত্রীর কলমে তৈরি হয়েছে শারদোৎসবের গান কিন্তু নিজের গলায় গান গাইলেন এই বছরই ৷ এর ঠিক আগেই তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে গান লিখে তাতে সুর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
  Published by:Elina Datta
  First published: