কলকাতা: বারবার বলা সত্ত্বেও বিধানসভায় অনুপস্থিত রাজ্যের শাসকদল তৃণমূলের বিধায়ক। এবার অনুপস্থিত থাকা বিধায়কদের নামের তালিকা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিধানসভায় শেষ লগ্নে আচমকাই আসেন মুখ্যমন্ত্রী। সেখানে বিধায়কদের উপস্থিতির সংখ্যা ছিল নগণ্য। যা নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীর।
তাই পরিষদীর মন্ত্রীর থেকে অনুপস্থিত থাকা বিধায়কদের নামের তালিকা চাইলেন মুখ্যমন্ত্রী। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, "বিধায়কদের ট্রেনিং করানো হয়েছে। বারবার বিধানসভার গুরুত্ব বোঝানো হয়েছে। এলাকার মানুষ তাঁদের কথা বলতে বিধানসভায় পাঠিয়েছেন। যদিও দেখা যাচ্ছে, এঁরা হাজির থাকছেন না। এটা চলবে না।" সূত্রের খবর, এবার নামের তালিকা চেয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, ডিএ নিয়ে ধর্মঘটের এদিন বিভিন্ন সরকারি দফতরের উপস্থিতির হারও নজরে রাখবেন মুখ্যমন্ত্রী। কাল ১১ টার মধ্যেই হাজিরা রিপোর্ট পাঠাতে হবে, এই মর্মে বৃহস্পতিবারই নির্দেশ পৌঁছে গিয়েছিল বিভিন্ন দফতরের সচিবদের কাছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই উপস্থিতির হার দেখতে চান বিভিন্ন সরকারি দফতরের।
আরও পড়ুন, বাংলাতেও পোস্তর চাষ চান মমতা, অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন, রাজভবনে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বৈঠক! প্রিন্সিপাল সেক্রেটারি নিয়োগ নিয়ে আলোচনা?
উপস্থিতি হার পাঠানোর জন্য ইতিমধ্যেই একটি নির্দিষ্ট ফরম্যাট পাঠানো হয়েছে বিভিন্ন দফতরে। প্রশাসনিক মহলের ধারণা সকাল ১১.৩০ এর মধ্যেই বিভিন্ন সরকারি দফতরে ধর্মঘটকে উপেক্ষা করে উপস্থিতির হার কত সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে বৃহস্পতিবারই ধর্মঘট নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দফতর। আজ কোনও সরকারি কর্মচারী অনুপস্থিত থাকলে তাঁকে শোকজ করা হবে, সঙ্গে তাঁর সার্ভিস ব্রেক হবে। এমনকি তাঁর বেতনও কাটা যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee