#কলকাতা: রাজ্যের হাসপাতালগুলি যথেষ্ট উন্নত মানের। ভারতের মধ্যে এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাই সবচেয়ে উন্নত। তৃণমূলের জমানাতেই এই হাসপাতালগুলির মান বাড়ানো হয়েছে। সোমবার এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে মাতৃ মা নামে একটি মাদার অ্যান্ড চাইল্ড হাব-সহ একাধিক প্রকল্পের উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন তৃণমূলের আগের জমানায় হাসপাতালগুলির অবস্থা মোটেই ভালো ছিল না। চিত্তরঞ্জন সেবা সদনেই আজ এই বিষয়ে কথা বলেছেন মমতা।
চিত্তরঞ্জন সেবা সদনের এই বিল্ডিং তৈরি করতে খরচ হয়েছে ২৪ কোটি টাকা। এইখানে রয়েছে ১০০টি বেডের প্রসূতি ওয়ার্ড। স্বাস্থ্য পরিকাঠামোর প্রশংসা করে এদিন মমতা বলেন যে, এই নিয়ে ১৭টি মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরি হল। আগে এগুলি কিছুই ছিল না। সদ্যোজাতদের চিকিৎসার জন্য অসুস্থ নবজাতক পরিষেবা ইউনিট আগে ৭টি ছিল। জমানায় তৃণমূল আসার পরে ৭৫টি হয়েছে। এছাড়া ৩০৩টি বাচ্চাদের ইউনিট তৈরি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে এখন ১০কোটি মানুষ চিকিৎসা পাচ্ছেন। ন্যায্য মূল্যের ওষুধ তৈরি করা হয়েছে। এই বিষয়গুলি উল্লেখ করে তিনি বলেন ভারতে এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থায় সেরা এই রাজ্য।