#কলকাতা: আফগানিস্তান থেকে ভারতীয়দের নিরাপদে দেশে ফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের ক্ষেত্রে নরেন্দ্র মোদি সরকারের নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভার্চুয়াল বক্তৃতা দিতে গিয়ে এ দিন আফগানিস্তানে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূলনেত্রী৷ সব ভারতীয়দের দেশে ফেরানোর আগেই কেন কেন্দ্রীয় সরকার আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করল, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী৷
এ দিন ভার্চুয়াল বক্তৃতা দিতে গিয়ে বিভিন্ন ইস্যুতে মোদি সরকারের নীতির কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আফগানিস্তান প্রসঙ্গে তিনি বলেন, 'কেন আজও আফগানিস্তান থেকে সব ভারতীয়রা ফেরত আসল না? আমার দেশের লোকরা নিরাপদে ফিরে আসার আগেই কেন তুমি সেনা প্রত্যাহার করে নিলে? কী তোমার নীতি?'
এতদিন আফগানিস্তান ইস্যু নিয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী৷ এর আগে আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধার নিয়ে নিয়ে প্রশ্ন করা হলেও বিষয়টি সংবেদনশীল বলে মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী৷
কিন্তু গত কয়েকদিন আফগানিস্তানের পরিস্থিতি আরও খারাপ হয়েছে৷ কাবুল থেকে উদ্ধারকাজের গতিও শ্লথ হয়েছে৷ এখনও বহু ভারতীয় আফগানিস্তান থেকে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন৷ তার মধ্যে পশ্চিমবঙ্গেরও বেশ কিছু বাসিন্দা রয়েছেন৷ এ দিকে ৩১ অগাস্টের পর আফগানিস্তানে আমেরিকা সহ বিদেশি সব সেনাবাহিনীকে ফিরে যেতে হবে বলে সময়সীমা বেঁধে দিয়েছে তালিবানরা৷ সবমিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে৷ আর যুদ্ধবিধ্বস্ত দেশটিকে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের পরিবার পরিজনদের উদ্বেগও পাল্লা দিয়ে বাড়ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan, Mamata Banerjee, Narendra Modi