কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ধর্মতলায় অম্বেদকর মূর্তির পাদদেশে ধরনা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা। আজ, বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির দ্বিতীয় দিন। এদিন সকাল ৯'টা থেকেই ধরনা মঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দোলা দেন, শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য। মঞ্চে "বাংলার মাটিতে" গান গেয়ে শুরু হয় ধরনা। এদিন সন্ধে ৭টা পর্যন্ত চলবে এই বিক্ষোভ কর্মসূচি৷
অন্যদিকে, আজ জেলায় জেলায়ও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রচারে নামবে তৃণমূল কংগ্রেস। তাছাড়া, পথশ্রী প্রকল্প নিয়েও প্রচার করার কথা শাসকদলের। সেই প্রচারের মূল ধ্বনি হবে, 'কেন্দ্রের টাকায় নয়, রাজ্যের টাকায় রাস্তা'। কেন্দ্র বঞ্চনা করলেও, যে উন্নয়নের কাজ আটকাবে না, রাজ্যজুড়ে এদিন সেই প্রচারই করবে শাসকদল।
আরও পড়ুন: আর ফ্রি নয়! এবার থেকে UPI পেমেন্টেও দিতে হবে বাড়তি টাকা, ১ এপ্রিল থেকে চালু নতুন নিয়ম
গতকাল থেকেই আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, বুধবার শহিদ মিনার ময়দানে ছাত্র-যুব সমাবেশ করেন অভিষেক বন্দোপাধ্যায়। আজ ধরনার দ্বিতীয় দিনেও লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে প্রচার চালাতে চায় তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হয়েও ধর্নামঞ্চে ফিরলেন মমতা! কেন্দ্রের কাছে পাওনা ১ লক্ষ ১৫ হাজার কোটি
গতকালের সভা থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে ছাত্র যুবদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। আর রেড রোডের মঞ্চ থেকে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের ইস্যু কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বাংলাকে বঞ্চনা এবং ইডি, সিবিআইয়ের মত কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার। অন্যদিকে, পঞ্চায়েত ভোটের আগে ফের কেন্দ্রীয় প্রকল্পের অর্থ মিলছে না, রাজনৈতিক প্রতিহিংসা করছে এই অভিযোগে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Narendra Modi