#কলকাতাঃ ঘূর্ণিঝড় ইয়াস তাণ্ডব চালানর পরেও শান্ত হয়নি প্রকৃতি। এ বার রাজ্যে নদী তীরবর্তী এলাকায় ভরা কোটালে প্লাবনের আশঙ্কা। কিছুক্ষণ আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘বুধবার রাত ৮:৩৫ মিনিটে উপকূল এলাকায় ফের প্লাবন আসতে পারে। ত্রাণ শিবিরে যাঁরা আছেন, অনুরোধ তাঁরা এখনই বাড়ি ফিরবেন না।’’ তিনি আরও বলেন, "বৃহস্পতিবারও ভরা জোয়ারে আরও বড় বান আসতে পারে। আগামিকালও বৃষ্টি হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তবে ভয় পাওয়ার কারণ নেই। নদীর পাশে যারা থাকেন তাঁরা সতর্ক হোন। ৫ ফুট পর্যন্ত জল বাড়তে পারে আগামিকালও। কেউ জলে নামবেন না।"
বান এলে বিদ্যুৎ বন্ধ রাখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ মারা না যান। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামিকাল ভরা কোটালে জল বাড়বে কলকাতার কালীঘাট, রাসবিহারী, চেতলা, দীঘা-সহ মন্দারমনি, হলদিয়া, নন্দীগ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বসিরহাট সাব ডিভিশনে। ফলে এলাকার মানুশকে অতি সাবধানে থাকার অনুরোধ জানানো হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Cyclone Yaas