হোম /খবর /কলকাতা /
'' কৃষ্ণাদি তৃণমূল পরিবারেরও 'মা' '', কৃষ্ণা বসুর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

'' কৃষ্ণাদি তৃণমূল পরিবারেরও 'মা' '', প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসুর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

ট্যুইটারে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কৃষ্ণা বসুর প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। লেখেন, '' কৃষ্ণা বসুর মৃত্যুতে গভীর শোকাহত। তাঁর অবদান চিরদিন মনে রাখবে দেশ। নেতাজি পরিবারের সদস্য কৃষ্ণা বসু। কৃষ্ণাদি তৃণমূল পরিবারেরও ‘মা’।'

শনিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু। শনিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ কৃষ্ণা বসুর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। যাদবপুরের তৃণমূল সাংসদ ছিলেন কৃষ্ণা বসু।

১৬ ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।গতকাল আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তর করা হয়। রাতে শারীরিক অবস্থার অবনতি হয়, সকালে হাসপাতালেই মৃত্যু কৃষ্ণা বসুর।

হাসপাতাল থেকে দেহ যাবে ‘বসু ভবনে’। দুপুর ৩টে পর্যন্ত বাসভবনে থাকবে দেহ। ৩টের পর মরদেহ নিয়ে যাওয়া হয়ে 'নেতাজি ভবন'-এ।

রাত ৮টা পর্যন্ত 'নেতাজি ভবন'-এ থাকবে দেহ। সেখান থেকেই শেষযাত্রা।কেওড়াতলাতে শেষকৃত্য কৃষ্ণা বসুর।

১৯৯৬, ১৯৯৮, ২০০৪... টানা ৩ বার সাংসদ ছিলেন কৃষ্ণা বসু। ৩ বারই যাদবপুর থেকে জয়ী হন। ১৯৯৬-এ কংগ্রেসের প্রতীকে প্রথমবার সাংসদ,১৯৯৬-৯৮ সাংসদের দায়িত্ব পালন, ১৯৯৮ তৃণমূলের প্রতীকে জয়,১৯৯৮-৯৯ তৃণমূলের সাংসদ, ১৯৯৯-২০০৪ তৃতীয়বার সাংসদের দায়িত্ব পালন করেন।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Krishna Basu, Mamata Banerjee