#কলকাতা: যে দলের যত বড় নেতাই হোন না কেন, দুর্নীতিতে নাম জড়ালে কাউকে ছাড়া হবে না৷ বিশেষত অবৈধ বালি তোলা, তোলাবাজি, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার মতো অভিযোগ এলে যে দলের যত বড় নেতাই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, নিজের দল তৃণমূল কংগ্রেসের নেতারাও ছাড় পাবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এ দিন মূলত দুয়ারে সরকারের শিবির নিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেই বৈঠকেই বিভিন্ন জেলার এসপি- ডিএমদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, পুলিশ সুপার এবং জেলাশাসকদের একসঙ্গে কাজ করতে হবে৷
আরও পড়ুন: বড় খবর, আবার আসছে দুয়ারে সরকার-পাড়ায় সমাধান! দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কোমলের সঙ্গে কথা বলার সময় গড়বেতায় অবৈধ ভাবে গাছ কাটার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী৷ এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, 'যে যত বড় নেতাই হোক, যে দলেরই হোক না কেন, দুর্নীতিতে নাম জড়ালে কাউকে ছাড়া হবে না৷ কেউ কেউ তোলাবাজি করে বেড়ায়৷ চাকরি দেওয়ার নাম করে টাকা তুললে, অবৈধ ভাবে বালি তুললে কড়া ব্যবস্থা নিতে হবে৷ অনেকে কেন্দ্রীয় সরকারের চাকরি দেবে বলেও টাকা তুলছে৷ আমি সব খবর রাখি৷ আমি যখন বলছি বড় নেতাকেও ছাড়া হবে না, তখন কাউকে ছাড়া হবে না৷' একই সঙ্গে অবশ্য মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, কোনও নেতার ব্যক্তিগত দুর্নীতির দায় তাঁর দলের হতে পারে না৷
এ দিন বিভিন্ন জেলা ধরে ধরে পুলিশ সুপার এবং জেলাশাসকদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী৷ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন থানার আইসি কারও কারও ব্যক্তিগত তাঁবেদারি করছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ একই ভাবে হাঁসখালির ঘটনার জন্য রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারকে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee