কলকাতা: অত্যাধিক গরম পড়ার কারণে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইতিমধ্যে ছুটি ঘোষণা করেছেন মমতা৷ বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে তাপপ্রবাহ থেকে বাঁচতে আরও কিছু পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি জানালেন,
ঘনঘন ওআরএস খেতে হবে
রাস্তায় বের হলে মাথা ঢেকে রাখুন
১২টা থেকে ৪টে পর্যন্ত প্রয়োজন না পড়লে বাইরে বের হবেন না
লেবু নুন দিয়ে বারবার জল খান
গত সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত অর্থাৎ টানা আগামী সপ্তাহের জন্য আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছুটি থাকবে। অন্যদিকে বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতেও যাতে ছুটি রাখা হয়, তার জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনিতেই আগামী ২ মে থেকে গরমের ছুটি পড়তে চলেছে। সেই মর্মে নির্দেশিকাও জারি করেছিল স্কুল শিক্ষা দফতর।
সপ্তাহজুড়ে একাধিক জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, আবহাওয়া দফতেরর পূর্বাভাসের কথা মাথায় রেখেই স্কুল ছুটি দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
মমতা এ দিন অভিযোগ তুলে বলেন, ‘আমি অত্যাশ্চর্য, কেউ কেউ কিছু বলছে, সেটা মিডিয়া বার করে দিচ্ছে৷ গতকাল মিথ্যাচার, কুৎসিত আচার প্রচার করছেন৷ কিছু ধংসাত্মক কথা বিজেপির মিটিং থেকে শুনলাম, এক বারও কী আমাকে কেউ জিজ্ঞাসা করেছে?’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee