CBI দলের সবাইকে জেলে পুরলেও আমি থামব না : মমতা

নারদ নিয়ে সিবিআই তদন্তে তিনি মোটেই বিচলিত নন। সিবিআই তদন্ত মোকাবিলা করতে প্রস্তুত।

Dolon Chattopadhyay | News18 Bangla
Updated:Mar 24, 2017 03:19 PM IST
CBI দলের সবাইকে জেলে পুরলেও আমি থামব না : মমতা
Dolon Chattopadhyay | News18 Bangla
Updated:Mar 24, 2017 03:19 PM IST

#কলকাতা: নারদ নিয়ে সিবিআই তদন্তে তিনি মোটেই বিচলিত নন। সিবিআই তদন্ত মোকাবিলা করতে প্রস্তুত। নোট বাতিলের প্রতিবাদ করাতেই তৃণমূল নেতাদের গ্রেফতার করছে সিবিআই।  বেহালায় ছাত্রী আবাসের উদ্বোধনে ফের একবার সিবিআইয়ের বিরুদ্ধে রণংদেহি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নারদা ইস্যুতে ফের সরগরম রাজ্য রাজনীতি ৷ সিবিআইয়ের হাতে নারদার তদন্ত ভার যাওয়ার সঙ্গে সঙ্গেই নানা বিতর্কের মুখে তৃণমূল সরকার ৷ নারদা মামলার তদন্তের ভার রয়েছে সিবিআইয়ের হাতে, পুরো বিষয়টিই এখন আদালতে বিচারাধীন৷ তবে নারদা ইস্যুকে রাজনৈতিক চক্রান্ত হিসেবেই বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, বিরোধীরা প্রতিশোধ নিতেই রীতিমতো প্ল্যান করে নারদা স্টিং করেছেন ৷

আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপে সিবিআই। নোট বাতিলের বিরুদ্ধে সরব হওয়ায় সাংসদের গ্রেফতারি বলেই একাধিকবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

নারদা ইস্যুতে যে অর্থ নেওয়ার কথা বলা হচ্ছে তা ভিত্তিহীন তা ইতিমধ্যেই প্রমাণতি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমি সিবিআইকে ভয় পাই না। প্রয়োজনে গোটা দল ঢুকবে। আমি থামব না ৷ আমাদের বিরুদ্ধে অভিযোগ দাঁড়াবে না ৷’

তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তার বিরুদ্ধে যতই চক্রান্ত করা হোক, বা ভয় দেখানোর চেষ্টা করা হোক তিনি অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না ৷ তিনি সব সময়ে মানুষের ভালোর জন্য কাজ করে এসেছেন এবং ভবিষ্যতেও তাই করে আসবেন ৷ যে খানে সাধারণ মানুষের স্বার্থে আঘাত আসবে সেখানে তিনি কখনই আপোস করবেন না ৷

First published: 03:19:45 PM Mar 24, 2017
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर