হোম /খবর /কলকাতা /
অনুব্রত মণ্ডলের মেয়ে কেমন আছেন? বৈঠকে নেতাদের থেকে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee And Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের মেয়ে কেমন আছেন? বৈঠকে নেতাদের থেকে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

Mamata Banerjee And Anubrata Mondal: এ দিনের বৈঠকে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ কয়েকজন নেতা তোলেন বলেই সূত্রের খবর।

  • Share this:

কলকাতা: অনুব্রত মণ্ডলের মেয়ে কেমন আছেন? বীরভূমের দাপুটে নেতা জেলবন্দি আর সেই অবস্থাতেই পারিবারিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রতহীন বীরভূমের সংগঠনকে ঝালিয়ে নিতে বৈঠকে বসেছিলেন মমতা, আর সেখানেই এ কথা জিজ্ঞাসা করেন তিনি৷

আরও পড়ুন, সকাল থেকেই কলকাতায় শিরশিরে ঠান্ডা ফেরত, রাজ্যে রাজ্যে জারি বৃষ্টির অ্যালার্ট

আরও পড়ুন, ‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখনও বিশ্বাসই হচ্ছে না...’, বললেন ফাইনালের সেরা তিতাস

সূত্রের খবর, মমতা বীরভূমের নেতা, বিধায়ক ও সাংসদদের নিয়ে আয়োজিত বৈঠকে বলেছেন, ‘‘রাজনীতির ময়দানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তোমরা এক হয়ে কাজ কর। কোনও রকম লড়াই করো না তোমাদের মধ্যে। সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।’’ বীরভূমের তৃণমূলের বিধায়ক সংসদ, ব্লকের নেতাদের উপস্থিতিতে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিনের বৈঠকে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ কয়েকজন নেতা তোলেন বলেই সূত্রের খবর। ‘‘পঞ্চায়েতে আমরা সব আসনই জিতব’’ বৈঠক উপস্থিত থেকে বলেন ববি হাকিম। অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরে জেল বন্দি রয়েছেন৷ প্রথম থেকেই অবশ্য অনুব্রতর হয়ে একাধিকবার সওয়াল করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে৷ ফের একবার অনুব্রত মণ্ডলের খবর নিলেন মুখ্যমন্ত্রী৷

Published by:Uddalak B
First published:

Tags: Mamata Banerjee