#কলকাতা: 'দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পুরসভার ভোটের মিটিং করছে, কারও বাড়িতে এসে খেয়ে ছবি তুলছে৷ এরকম স্বরাষ্ট্রমন্ত্রী জীবনে দেখিনি৷' নবান্নের সাংবাদিক বৈঠক থেকে এ ভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সাংবাদিক বৈঠকে উপস্থিত সরকারি অফিসাররা তাঁর এই বক্তব্যের অংশ নন৷
মুখ্যমন্ত্রী এ দিন অভিযোগ করেন, গোটা দেশে বেকারত্ব বাড়ছে৷ অর্থনীতির অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে৷ দেশের সীমান্তগুলিরও অবস্থা খারাপ৷ এই প্রসঙ্গেই অমিত শাহের সমালোচনা করেন তিনি৷
বাংলায় দুর্নীতি হচ্ছে বলে বিজেপি নেতারা যে অভিযোগ করছেন তারও জবাব এ দিন দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে তিনি দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বাংলায় দুর্নীতি অনেক কম৷ 'মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের দিকে দেখুন৷ যেভাবে উত্তর প্রদেশে দুর্নীতি হয় তার এক শতাংশ বাংলায় হয় না৷ যদিও এক শতাংশ দুর্নীতি হলেও আমরা সমর্থন করি না৷ সিপিএম আমল থেকে মরচে ধরে গিয়েছে৷ পুরোপুরি নির্মূল করতে সময় লাগবে৷ সময় পেয়েছি মাত্র আট বছর৷ তার মধ্যে দুটো লোকসভা, দুটো পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন, পুরসভা ভোটের পাশাপাশি প্রচুর উপনির্বাচন হয়েছে৷ কাজ করার সময় পেয়েছি পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর৷' মুখ্যমন্ত্রীর দাবি, এই অল্প সময়েও যা কাজ হয়েছে, তা দেশের কোথাও হয়নি৷
বিজেপি-কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'যারা কথা বেশি বলে আর কাজ কম করে তাদের দম ততদিনই থাকে যতদিন তারা ক্ষমতায় থাকে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Mamata Banerjee