#কলকাতা: দুর্গাপুজোর আর কয়েকদিন বাকি ৷ একের এক বড় ঘোষণা রাজ্য সরকারের ৷ এবার তথ্যপ্রযুক্তি কর্মীদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী ৷ এবার থেকে আর কোনও এজেন্সির মাধ্যমে নয়, সরাসরি তথ্যপ্রযুক্তি কর্মীদের নিয়োগ করবে রাজ্য সরকার ৷ সেই সিদ্ধান্তের কথা শুক্রবার নিজেই ট্যুইটারে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এদিন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বাংলা তথ্যপ্রযুক্তি পরিষেবার জন্যই বিখ্যাত। আর তাই তরুণ তথ্যপ্রযুক্তি কর্মী, যাঁরা আমাদের রাজ্যের তথ্যপ্রযুক্তি পরিষেবা উন্নত করার জন্য লাগাতার কাজ করছেন, তাঁদের জন্য সরকারের তরফ থেকে পুজোর উপহার। এবার থেকে আর Webel/WTL/ বেসরকারি এজেন্সির মাধ্যমে নয়, এবার থেকে সরাসরি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার।’
Bengal is known for its e-governance & today I'm pleased to announce my Pujo gift for young IT personnel working to improve our e-services for the people of Bengal. Webel/WTL/agency-engaged IT staff in state govt shall now be directly engaged as contractual staff of GoWB. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) October 16, 2020
শুধু নিয়োগের ক্ষেত্রেই সুখবর নয়, ওই চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীরা সমস্ত সরকারি সুযোগসুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
They will also get 30 days leave & 10 days medical leave annually along with usual maternity leaves for women. They'll have tenure certainty till 60 years age & get ₹3 L on attaining 60 years as terminal benefit. Further, Swasthya Sathi will cover their medical expenses. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) October 16, 2020
ট্যুইটারে তিনি লিখেছেন, ‘এবার থেকে এই তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা বছরে ৩০ দিনের ছুটি ও মেডিক্যালের ১০ দিনের ছুটিও পাবেন। এছাড়া অন্তঃসত্ত্বা মহিলারা সরকারি নিয়ম অনুযায়ীই মাতৃত্বকালীন ছুটি পাবেন। প্রত্যেক কর্মী ৬০ বছর পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন। এছাড়া অবসরকালীন ৩ লাখ টাকা পাবেন এই কর্মীরা। এমনকি এইসব কর্মীদেরও রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হবে।’
সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ চাকরিজীবী ৷ নিয়োগের দায়িত্ব রাজ্য সরকার নিজে হাতে তুলে নেওয়ায় সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের মতোই সমস্ত সুযোগ সুবিধা পাবেন তারা ৷ এতে চাকরির স্থায়িত্ব নিয়েও খানিকটা নিশ্চিন্ত হবেন তারা ৷ এতদিন রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চুক্তির ভিত্তিতে যে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের নেওয়া হত সেই চুক্তির দায়িত্ব থাকত বিভিন্ন এজেন্সির উপর। তারাই ওই কর্মীদের নির্বাচন করতেন ৷ এছাড়া ওই কর্মীরা এতদিন কোনও সরকারি সুযোগ সুবিধাও পেতেন না ৷ রাজ্যের তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য নিঃসন্দেহে এটা পুজোর উপহার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee