হোম /খবর /কলকাতা /
তাঁর ফোনেও আড়ি পাতা হয়েছে, পেগেসাস কাণ্ডের পর আরও নিশ্চিত মমতা, জানালেন সুদীপ

Mamata Banerjee on Phone Tapping: তাঁর ফোনেও আড়ি পাতা হয়েছে, পেগেসাস কাণ্ডের পর আরও নিশ্চিত মমতা, জানালেন সুদীপ

মমতার ফোনেও নজরদারি?

মমতার ফোনেও নজরদারি?

তাঁর সঙ্গে ফোনে কথা বলার সময় দলীয় সতীর্থদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on Phone Tapping)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: অতীতে একাধিকবার তিনি অভিযোগ করেছেন, তাঁর ফোনে নজরদারি চালাচ্ছে মোদি সরকার৷ পেগাসাস কাণ্ড সামনে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আশঙ্কা আরও দৃঢ় হয়েছে বলে দাবি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের৷ লোকসভায় তৃণমূলের দলনেতার দাবি, মুখ্যমন্ত্রী নিজেই তাঁকে এই আশঙ্কার কথা জানিয়েছেন৷ একই সঙ্গে দলীয় সতীর্থদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

কেন্দ্রীয় সরকার বিরোধী দলের বিভিন্ন নেতা সহ প্রায় তিনশোটি নম্বরে পেগেসাস সফটওয়্যার ব্যবহার করে নজরদারি চালিয়েছে, এমন অভিযোগ সামনে আসার পর সোমবার উত্তাল হয়ে ওঠে সংসদ৷ এমন কি, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের ফোনেও নজরদারি চালানো হয়ে থাকতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য ওয়্যার'-এর রিপোর্টে দাবি করা হয়েছে৷ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর পরেই সোমবার রাতে তাঁর সঙ্গে কথা বলার সময় নিজের আশঙ্কার কথা প্রকাশ করেন তৃণমূলনেত্রী৷

সুদীপ বলেন, 'আমাদের আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনেও আড়ি পাতা হয়েছে৷ মুখ্যমন্ত্রী নিজেও সেই আশঙ্কা করছেন৷ আমার সঙ্গে ওনার ফোনে কথা হয়েছে৷ ওনার সঙ্গে কথা বলার সময় আমাদেরও সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷'

ফোনে আড়ি পাতা কাণ্ডে সংসদে প্রবল বিরোধিতার পথে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ এ দিন সংসদ ভবনের বাইরে বিক্ষোভও দেখান তৃণমূল সাংসদরা৷ দলের দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং মহুয়া মৈত্র জানিয়েছেন, ফোনে আড়ি পাতা কাণ্ডে যতক্ষণ না সরকার নিজের অবস্থান স্পষ্ট করবে, সংসদ অচল করে রাখবেন তৃণমূল সাংসদরা৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Mamata Banerjee, Pegasus