#কলকাতা: অতীতে একাধিকবার তিনি অভিযোগ করেছেন, তাঁর ফোনে নজরদারি চালাচ্ছে মোদি সরকার৷ পেগাসাস কাণ্ড সামনে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আশঙ্কা আরও দৃঢ় হয়েছে বলে দাবি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের৷ লোকসভায় তৃণমূলের দলনেতার দাবি, মুখ্যমন্ত্রী নিজেই তাঁকে এই আশঙ্কার কথা জানিয়েছেন৷ একই সঙ্গে দলীয় সতীর্থদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
কেন্দ্রীয় সরকার বিরোধী দলের বিভিন্ন নেতা সহ প্রায় তিনশোটি নম্বরে পেগেসাস সফটওয়্যার ব্যবহার করে নজরদারি চালিয়েছে, এমন অভিযোগ সামনে আসার পর সোমবার উত্তাল হয়ে ওঠে সংসদ৷ এমন কি, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের ফোনেও নজরদারি চালানো হয়ে থাকতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য ওয়্যার'-এর রিপোর্টে দাবি করা হয়েছে৷ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর পরেই সোমবার রাতে তাঁর সঙ্গে কথা বলার সময় নিজের আশঙ্কার কথা প্রকাশ করেন তৃণমূলনেত্রী৷
সুদীপ বলেন, 'আমাদের আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনেও আড়ি পাতা হয়েছে৷ মুখ্যমন্ত্রী নিজেও সেই আশঙ্কা করছেন৷ আমার সঙ্গে ওনার ফোনে কথা হয়েছে৷ ওনার সঙ্গে কথা বলার সময় আমাদেরও সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷'
ফোনে আড়ি পাতা কাণ্ডে সংসদে প্রবল বিরোধিতার পথে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ এ দিন সংসদ ভবনের বাইরে বিক্ষোভও দেখান তৃণমূল সাংসদরা৷ দলের দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং মহুয়া মৈত্র জানিয়েছেন, ফোনে আড়ি পাতা কাণ্ডে যতক্ষণ না সরকার নিজের অবস্থান স্পষ্ট করবে, সংসদ অচল করে রাখবেন তৃণমূল সাংসদরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Pegasus