কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই সিউড়িতে সভা করেছিলেন অমিত শাহ। সেই সভার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি বলতে পারেন না, ৩৫ আসন পেলেই বাংলায় সরকার আর থাকবে না।"
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গত ১৪ এপ্রিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বাংলায় বিজেপির মিটিং করতে এসেছিলে। মিটিং তিনি করতেই পারতেন। কিন্তু তিনি কখনই সংবিধানের দায়িত্ব কাধে তুলে নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বলতে পারেন না, ৩৫ আসন পেলেই বাংলায় সরকার আর থাকবে না। মানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন। তিনি দেশকে রক্ষা করার পরিবর্তে তিনি বলছেন একটি নির্বাচিত সরকারকে তিনি ভেঙে দেবেন। কোন আইনে তিনি ভাঙতে পারেন। তার মানে কি নিজেদের মতো আইন তৈরি করবে। ওরা ইতিহাসে বদল আনবে। আমি পরিষ্কার বলতে চাই এই কথা বলার কোনও অধিকার নেই তাঁর। এই কথা বলার পরে স্বরাষ্ট্রমন্ত্রী পদে তাঁর থাকার কোনও অধিকার নেই। আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।"
মুখ্যমন্ত্রী জানান, "নির্বাচনের পর এরকম ঘটনা ঘটে সব জায়গায়। আমার দায়িত্ব নেওয়ার আগে ঘটনা ঘটেছে। আমি দায়িত্ব নেওয়ার পরে ঘটেনি। আমাদের দলের অনেককে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমাদের সব প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে , এটা গণতন্ত্রের কাজ নয়। ১০০ দিনের কাজের লোকেদের কাজ করতে দেওয়া হচ্ছে না।"
আরও পড়ুন, CBI-ED জিজ্ঞাসাবাদ প্রসঙ্গ! অভিষেককে নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
আরও পড়ুন, AC, কুলারের প্রয়োজন নেই! একটুকরো বরফই করে দেবে আপনার ঘর ঠান্ডা, জানুন কীভাবে
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কথায় কথায় বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। আমরা পুলওয়ামার ঘটনার তদন্ত দাবি করছি। পুলওয়ামা কাণ্ডে কটা কেন্দ্রীয় দল গেছে? বেছে বেছে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে, বিজেপি বিরোধী রাজ্যে। বিএসএফের এক্তিয়ার কেন বাড়ানো হল? পঞ্চায়েত ভোট আসছে বলে। ওই এলাকায় প্রচুর গ্রামবাসী আছে। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। একটা চকোলেট বোম ফাটালেও NIA পাঠায়।"
আবীর ঘোষাল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee