#কলকাতা: এখনই নয়, তবে প্রয়োজন হলে যে রাজ্য সরকার ফের করোনা নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ (Covid 19) জারি করবে, সেই ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এ দিন নবান্ন গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠকে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী৷
আগামী ৮ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে৷ মেলা নিয়ে প্রস্তুতি বৈঠকের শেষ দিকে রাজ্যের মন্ত্রী সহ প্রশাসনিক কর্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'কোভিড পরিস্থিতি খেয়াল রেখো৷ আমাদের আবার বিধিনিষেধ শুরু করতে হতে পারে৷ তবে সেটা এখনই নয়৷ সতর্ক থাকতে হবে৷'
আরও পড়ুন: গঙ্গাসাগর মেলা হচ্ছে, অথচ সুব্রতদা নেই, খুব মিস করি, নবান্নের সভায় বললেন মমতা
গঙ্গাসাগর মেলার আয়োজনেও যাতে যাবতীয় স্বাস্থ্য বিধি মানা হয়, সে বিষয়েও মন্ত্রী এবং প্রশাসনিক কর্তাদের সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মেলায় যোগ দিতে যাঁরা আসবেন, তাঁদের কোভিড পরীক্ষারও ব্যবস্থা থাকছে৷ অস্থায়ী হাসপাতালেরও ব্যবস্থা করা হচ্ছে৷
আরও পড়ুন: ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকার রেজিস্ট্রেশন কবে থেকে, জেনে নিন বিস্তারিত
প্রসঙ্গত রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার৷ রাজ্যের কেন্দ্রের বিশেষ দলও পাঠানো হচ্ছে৷ পাশাপাশি করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন নিয়ে সতর্ক করে সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠিও পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা৷
রাজ্য সরকার অবশ্য বড়দিন এবং নববর্ষ উপলক্ষে করোনা সংক্রান্ত বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে৷ কিন্তু মুখ্যমন্ত্রী এ দিন বুঝিয়ে দিলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে কড়া বিধিনিষেধও জারি করতে প্রস্তুত রাজ্য৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।