#কলকাতা: বিদেশ পড়তে যাওয়া দেশ তথা রাজ্যের বহু পড়ুয়াই টিকা নিয়ে রীতিমতো আটকে পড়েছেন। চরম বিপাকে পড়তে হচ্ছে তাঁকে। কারণ করোনা টিকা হিসেবে ভারতের দেশীয় কোভ্যাকসিনকে কার্যত গ্রাহ্যই করছে না বেশ কয়েকটি দেশ। বুধবারই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। আর বৃহস্পতিবার সরাসরি মোদিকে চিঠিই পাঠালেন মমতা। ট্য়ুইটারে সেই চিঠি তুলে দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর কাছ থেকে কোভ্যাকসিন নিয়ে যাতে শীঘ্রই অনুমোদন নেওয়া হয়, সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছি।'
একইসঙ্গে তিনি লেখেন, 'কোভ্যাকসিনকে বাইরের বহু দেশে মান্যতা দেয়নি। এ ক্ষেত্রে সমস্যায় পড়ছে পড়ুয়ারা। বাইরের দেশে পড়তে যেতে পারছে না তাঁরা। তাঁদের সমস্যা সুরাহার জন্য় অবিলম্বে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া উচিৎ।' গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'এটা প্রধানমন্ত্রীর মস্তিস্কপ্রসূত। আমি মুখ্যসচিবকে বলব স্বাস্থ্য সচিব ও কেন্দ্রকে এই বিষয়ে চিঠি লিখতে। প্রয়োজনে আমিও চিঠি লিখব।' সেই চিঠি ২৪ ঘণ্টার মধ্যেই লিখে ফেললেন তিনি।
I have written to the Hon'ble PM today seeking his intervention for an early approval for COVAXIN from @WHO.
A large number of students travel abroad for pursuing higher studies and amid an already critical situation, we must take every possible step to ease their lives. pic.twitter.com/ffuq7DG6Vi — Mamata Banerjee (@MamataOfficial) June 24, 2021
প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দাবি করেছিলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ২০০ কোটি ভ্যাকসিন পাওয়া যাবে ভারতে। বিজেপি সভাপতির সেই বক্তব্য নিয়েও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর অভিযোগ, 'আমি বুঝি না কেন নাড্ডা এসব বলছেন। উনি কি ফ্যাক্ট জানেন না? ছয়/আট মাস তাঁরা কী করল?' বলাই বাহুল্য নির্বাচনের দিনগুলির দিকেই আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোভ্যাকসিন নিয়েও রীতিমতো সুর চড়ানো শুরু করলেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।