#কলকাতা: নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে অমিত শাহকে তোপ মমতার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিত্রার্থের জন্য মিথ্যাচারের অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী ৷ শুধুমাত্র বিজেপির হয়ে প্রচারে এসে কেন্দ্রের দেওয়া তথ্যকেও উড়িয়ে দিলেন অমিত শাহ, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
রাজ্যে প্রচারে এসে বিজেপি সেনাপতি দাবি করেছিলেন, তৃণমূলের আমলে কোনও শিল্প, চাকরি কিছুই হয়নি বাংলায় ৷ অমিত শাহের সেই দাবিরই তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ রাজনীতির জন্য বিজেপি সবকিছু করতে পারে। বিজেপি একটা চিটিংবাজের পার্টি। অমিত শাহ কাল অনেক মিথ্যে কথা বলেছেন ৷ আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশে এক নম্বর। রাজ্য নয়, কেন্দ্রীয় সরকারই এই তথ্য দিয়েছে । কাল সাংবাদিক বৈঠকের পর প্রমাণ-সহ সব তথ্য দেব। তথ্য যাচাই না করে মনগড়া তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।’
রবীন্দ্রনাথকে অবমাননা করেছে বিজেপি, দাবি মুখ্যমন্ত্রীর ৷ এর তীব্র প্রতিবাদ জানিয়ে নেত্রী বলেন, ‘রবীন্দ্রনাথকে নিয়ে কোনওরকম অবমাননা সহ্য করব না ৷ ওনাদের আগে পড়াশুনা করে আসতে বলুন ৷ গোটা দুনিয়া রবীন্দ্রনাথ, বিবেকানন্দকে সেলাম করে ৷ বাংলার মণীষীদের আন্তর্জাতিক খ্যাতি আছে। ওদের সাহস হয় কী করে তা নিয়ে খেলা করার ৷ ’
এই ইস্যুতে অমিত শাহের পাল্টা কর্মসূচির কথাও জানিয়েছেন নেত্রী ৷ তিনি জানান, ‘২৮ ডিসেম্বর বীরভূম যাব, দলের সাংবাদিক বৈঠক করব। ২৯ ডিসেম্বর বীরভূমে দুপুর দেড়টায় মিছিল করব। বীরভূমে রাঙামাটির মানুষের নিয়ে মিছিল হবে।’
Somraj Bandopadhyay