হোম /খবর /কলকাতা /
'ভাড়া করে ট্রেনেই যাব..' দিল্লি চলোর ডাক মমতার! বাংলার মানুষকে জোট বাঁধার আহ্বান

Mamata Banerjee: 'ভাড়া করে ট্রেনেই যাব...' দিল্লি চলোর ডাক মমতার! ধরনা মঞ্চ থেকে বাংলার মানুষকে জোট বাঁধার আহ্বান

বাংলার মানুষকে জোট বাঁধার আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলার মানুষকে জোট বাঁধার আহ্বান মুখ্যমন্ত্রীর

"মানুষ অধিকার ফেরত না পেলে, দিল্লি চলো।" জনতাকে জোট বাঁধার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • Share this:

কলকাতা: "মানুষ অধিকার ফেরত না পেলে, দিল্লি চলো।" জনতাকে জোট বাঁধার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি বলেন, "নেতাজি, গান্ধিজি, মণীষীদের ছবি হাতে নিয়ে, আমরাও দিল্লি যেতে পারি। চলো দিল্লি। ভাড়া করে ট্রেনে যাব। সংরক্ষণ না দিলে, মানুষ জবাব দেবে।"

মমতা এদিন বলেন, "ভেবেছিলাম কেন্দ্রীয় সরকার ভদ্রতার সঙ্গে যোগাযোগ করবে। বলবে তোমাদের প্রাপ্য টাকা দেব। বাংলাকে বঞ্চিত করার জন্য, ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করা হয়েছে। দেশের সব কিছু বিক্রি করার জন্য, দেশটা পুরো বিক্রি করে দেওয়া হয়েছে। মাত্র ৩-৪ জনকে সুবিধা করে দেওয়া হচ্ছে। মানুষ লাইফ ইনসিওরেন্স পাবে না৷ বিরোধী দলকে কলঙ্কিত করছে।"

আরও পড়ুন: হাওড়া স্টেশনে নেই কেন '১৬ নম্বর' প্ল্যাটফর্ম? বিরাট রহস্য ফাঁস! শুনলে তাজ্জব হয়ে যাবেন!

"সাংবাদিকদের খবর করতে দেওয়া হচ্ছে না৷ গণতন্ত্রের চারটি স্তম্ভ। মিডিয়া সত্য কাহিনি তুলে ধরবে। ফেডারেল স্ট্রাকচার ভেঙে দেওয়া হয়েছে। বাংলায় ১৬০ কেন্দ্রীয় দল পাঠিয়েছে৷ বাংলায় টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। জিএসটিতে টাকা কাটছে। জিএসটি ট্যাক্স নিয়ে গিয়ে আমাদের যা প্রাপ্য তা সব কেন্দ্র নিয়ে যাচ্ছে। আমরা প্রাপ্য পাচ্ছি না।"

আরও পড়ুন: জেলায় জেলায় ঝেপে আসছে ঝড়-বৃষ্টি! ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া! বজ্রপাত! সতর্ক করল নবান্ন...

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আমি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বার দেখা করে এসেছি। সৌজন্য দেখিয়ে দেখা করেছি। যাতে আমাকে ঝগড়ুটে না বলতে পারে৷ আমরা আন্দোলন করেছি, ধরনা করেছি, মন্ত্রীদের চিঠি দিয়েছি। যা পেতাম, তাও বাদ। হরেকরকম্বা। নেই কাজ তো খই ভাজ। কোন অধিকারে বাংলার অধিকার কেড়ে নেওয়া হয়?"

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: CM Mamata Banerjee, Delhi