Home /News /kolkata /
Mamata Banerjee comapres India with Sri Lanka: 'শ্রীলঙ্কার থেকেও অবস্থা খারাপ', অর্থনীতি নিয়ে সতর্কবার্তা মমতার, তোপ কেন্দ্রকে

Mamata Banerjee comapres India with Sri Lanka: 'শ্রীলঙ্কার থেকেও অবস্থা খারাপ', অর্থনীতি নিয়ে সতর্কবার্তা মমতার, তোপ কেন্দ্রকে

শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী৷

শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী৷

পেট্রোল- ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিলগ্নীকরণ নীতিরও তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷

  • Share this:

এখনই সতর্ক না হলে ভারতের অর্থনৈতিক অবস্থা দাঁড়াতে পারে শ্রীলঙ্কার (Sri Lanka Crisis) মতোই৷ এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ যদিও মুখ্যমন্ত্রী দাবি করেছেন, তিনি ভারতের সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করছেন না৷

এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক থেকে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বার বার সরব হন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন, 'গত ১৩ দিনে ১১ বার পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে৷ এটা আসলে উত্তর প্রদেশে বিজেপি-র জয়ের পর বিজেপি-র রিটার্ন গিফট৷'

আরও পড়ুন: বগটুই কাণ্ডে কথা রাখলেন মুখ্যমন্ত্রী, জেলাশাসককেও দিলেন জরুরি নির্দেশ

পেট্রোল- ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিলগ্নীকরণ নীতিরও তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, 'ভবিষ্যতে মানুষ ব্যাঙ্ক, বিমার টাকা ফেরত পাবে কি না, ঠিক নেই৷ দেশটার সর্বনাশ করে দিয়েছে৷ শ্রীলঙ্কার আজকে মানুষ পথে নেমেছে, অর্থনীতির অবস্থা খুব খারাপ৷ ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ৷ আমি শ্রীলঙ্কার সঙ্গে আমাদের দেশের তুলনা করছি না৷ কিন্তু কোনও পরিকল্পনা নেই৷ ১৩ দিনে ১১ বার পেট্রোল- ডিজেলের দাম বেড়েছে৷ প্রভিডেন্ট ফান্ডের সুদ কমেছে৷ অর্থনীতির অবস্থা নিয়ে অবিলম্বে সব দলের সঙ্গে আলোচনা করা উচিত সরকারের৷'

আরও পড়ুন: আমার শাড়িতে কালি ছেটালে মোবিল ঢালতে জানি', চক্রান্তের অভিযোগে হুঁশিয়ারি মমতার

মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, 'আগামী দিনে দেশটার সর্বনাশ হলে সেই সর্বনাশের ছোঁয়া থেকে কেউ বাঁচবে না৷'

এ দিনও বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার উপরে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, জিএসটি বাবদ বকেয়া না পাওয়া নিয়ে তাঁকে এ দিনই চিঠি লিখেছেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল৷ মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকারের জিএসটি বাবদ বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য আগেই তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন৷ এ দিনও রাজ্যপাল জগদীপ ধনখড়ের অসহযোগিতা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিরোধী শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালদের মাধ্যমেই সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছে কেন্দ্র৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Mamata Banerjee, Sri Lanka

পরবর্তী খবর