#কলকাতা: নোট বাতিল নিয়ে কেন্দ্রীয় সরকারের একের পর এক ঘোষণায় এখন সরব দেশের প্রায় সব বিরোধী দলগুলিই ৷ বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট এখন আর ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে বদল করা যাবে না ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৮ নভেম্বর রাজ্যে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্ট ৷ ধর্মঘটে ১৮টি বাম ও গণতান্ত্রিক দল সামিল হলেও প্রত্যাশামতোই বনধের বিরোধিতা করছে তৃণমূল ৷
বনধ নিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, ‘‘ প্ররোচনায় পা দেবেন না ৷ কোনওরকম সংঘাতে যাবেন না ৷ আপনারা মিছিল করুন ৷ কিন্তু মানুষ বনধ পছন্দ করেন না ৷ ’’ কোর কমিটির বৈঠকে আজ, শনিবার এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
পুরনো নোট বদলে আর নতুন নোট পাওয়া যাবে না। গতকাল, শুক্রবারই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে সোমবার রাজ্যে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্ট। সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, “নোট বাতিলের ঘোষণার এতদিন পরেও ৫০০ ও ১০০০ টাকার নোট পর্যাপ্ত নয়। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। তাই আমাদের দাবি, নতুন নোট বাজারে পর্যাপ্ত না আসা পর্যন্ত পুরনো নোট বদলানোর পদ্ধতি চালু করা হোক।” পাশাপাশি বিমান বসু বলেন, ব্যাঙ্কের কাছে ঋণ নেওয়া অনাদায়ী টাকা উদ্ধার করার দাবিও করা হোক। একইসঙ্গে কৃষকদের ঋণ মুকুবের দাবিও জানান তিনি।
In Delhi at the meeting of Opposition parties, a Bandh was never discussed or agreed to. We do not support any Bandh called 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) November 25, 2016
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Demonetisation, Left Front, Mamata Banerjee, Mamata On Bandh, মমতা বন্দ্যোপাধ্যায়